নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সমিতির ১ নম্বর হলরুমে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভাও হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না বিএনপির প্যানেল থেকে নির্বাচিত আইনজীবীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. ওজি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাঁদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। আর দুই সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাত পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। যদিও প্রথমবার ফল ঘোষণার সময় সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি এ ভোটগ্রহণ করে। পরদিন ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে ফল ঘোষণা আটকে যায়। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ওই রাতেই ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ ১ মাস ১৩ দিন পর গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট অজি উল্লাহ দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ওই দিনই তাঁর নেতৃত্বাধীন কমিটি সম্পাদক পদের ভোট পুনরায় গণনা করে ফলাফল ঘোষণা করেন। তবে ওই সময় বিএনপি প্যানেলের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। পরে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে তাঁরা এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন।
বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোই হয়নি।’
এ ছাড়া এ অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে জানান বিদায়ী কমিটির সদস্য রেদোয়ান আহমেদ রানজীবও।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে জানানো আমার কাজ না। আমি কেবল ফলাফলের বাকি আনুষ্ঠানিকতা করেছি। এটা গত কমিটির কাজ।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সমিতির ১ নম্বর হলরুমে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভাও হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না বিএনপির প্যানেল থেকে নির্বাচিত আইনজীবীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. ওজি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাঁদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। আর দুই সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাত পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। যদিও প্রথমবার ফল ঘোষণার সময় সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি এ ভোটগ্রহণ করে। পরদিন ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে ফল ঘোষণা আটকে যায়। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ওই রাতেই ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ ১ মাস ১৩ দিন পর গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট অজি উল্লাহ দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ওই দিনই তাঁর নেতৃত্বাধীন কমিটি সম্পাদক পদের ভোট পুনরায় গণনা করে ফলাফল ঘোষণা করেন। তবে ওই সময় বিএনপি প্যানেলের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। পরে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে তাঁরা এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন।
বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোই হয়নি।’
এ ছাড়া এ অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে জানান বিদায়ী কমিটির সদস্য রেদোয়ান আহমেদ রানজীবও।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে জানানো আমার কাজ না। আমি কেবল ফলাফলের বাকি আনুষ্ঠানিকতা করেছি। এটা গত কমিটির কাজ।’
বালুমহাল নিয়ে ১০টি নির্দেশনা দিয়ে স্থানীয় প্রশাসনকে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বুধবার সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বালুমহাল নিয়ে এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
১ ঘণ্টা আগেদুর্নীতির মামলা চলমান থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক ও তাঁর মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।
১ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আগামী ১ জুন রায় দেবেন আপিল বিভাগ। চতুর্থ দিনের মতো শুনানি শেষে আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগেবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ভেতরে নতুন বাহিনী গঠনের প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কর্মকর্তারা মনে করছেন, নতুন বাহিনী গঠন বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের অস্তিত্বের ওপর হুমকি তৈরি করবে। এ নিয়ে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে