Ajker Patrika

বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০০: ৩৮
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় দেওয়া শোকবার্তায় তিনি বলেন, বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে।

শোকবার্তায় ফয়েজ আহমদ বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত ও শোকাহত করেছে। আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

ফয়েজ আহমদ আরও বলেন, জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে। দেশের সবগুলো বার্ন ইউনিটকে একটিমাত্র শর্ট কোডে ও ৯৯৯-এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়।

বিশেষ সহকারী জানান, সরকারের পক্ষ থেকে আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এই দুঃসময়ে আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি ও সহমর্মিতা রইল।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি ইমার্জেন্সি হটলাইন চালু করেছে। হটলাইন নম্বরটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭।

এ ছাড়া এই ঘটনায় নিখোঁজ স্কুলশিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য নিম্নলিখিত নম্বরগুলো প্রকাশ করা হয়েছে—

মিলিটারি রেসকিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২

সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯

সিএমএইচ ইমার্জেন্সি: ০১৭৬৯০১৩৩১১

মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার: ০১৮১৪৭৭৪১৩২

মাইলস্টোন স্কুল ভাইস প্রিন্সিপাল: ০১৭৭১১১১৭৬৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত