নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।
সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।
ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।
সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।
ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্র কিছুটা বাড়লেও কমেছে ভোট কক্ষের সংখ্যা।
৩ ঘণ্টা আগেপূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেগার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির প্রলোভনে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে দেশটির রাজধানী বিশকেক থেকে দেশে ফিরেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় এক বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত...
৭ ঘণ্টা আগেচিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
১৬ ঘণ্টা আগে