নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।
সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।
ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।
সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।
ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে। দেশের সবগুলো বার্ন ইউনিটকে একটিমাত্র শর্ট কোডে ও ৯৯৯-এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়।
১৪ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনার পর যখন পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ, তখন রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য—হাজারো মানুষের রক্তদানে ঝাঁপিয়ে পড়া।
১ ঘণ্টা আগেই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেস্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হলো বাংলাদেশ। আজ (সোমবার) দুপুরে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর চীনা নির্মিত এফ-৭ বিজিআই মডেলের এই যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।
২ ঘণ্টা আগে