Ajker Patrika

জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য সীমিত আকারে আইভেক চালু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য সীমিত আকারে আইভেক চালু

রাজধানীসহ পাঁচটি স্থানে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) জরুরি চিকিৎসা ও পড়াশোনার জন্য দেশটিতে যেতে চান, এমন ব্যক্তিদের ভিসার বিষয়ে সীমিত আকারে সাক্ষাৎকার চালু করেছে। এর বাইরে শিক্ষার্থী ও কর্মী হিসেবে তৃতীয় কোনো দেশে যেতে চান, এমন ব্যক্তিরা সেই দেশগুলোর ভিসার সাক্ষাৎকারের জন্য ভারতে যেতে চাইলে, তারাও ভারতীয় ভিসার জন্য প্রয়োজনে সীমিত আকারে চালু হওয়া সাক্ষাৎকারের এ সুবিধা গ্রহণ করতে পারেন।

তবে তাঁদের সংশ্লিষ্ট দেশগুলোর ভারতে অবস্থিত দূতাবাসের সঙ্গে ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারিত থাকতে হবে। আজ সোমবার তাদের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এ কথা জানিয়েছে আইভেক।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভেকগুলোতে এই সেবা চালু হয়েছে। আইভেক পরবর্তীতে পুরোপুরি স্বাভাবিক সেবা চালু না করা পর্যন্ত সীমিত আকারে সাক্ষাৎকারের এই সুবিধা চালু থাকতে পারে।

আইভেক জানায়, বর্তমান কেবলমাত্র জরুরি ও মানবিক কারণে করা ভিসার আবেদনগুলো বিবেচনা করা হচ্ছে। এর বাইরে যাদের ভিসার আবেদন জমা আছে, তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে, যাতে তাঁরা প্রয়োজনে পাসপোর্ট অন্য কাজে ব্যবহার করতে পারেন।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে আইভেক স্বাভাবিক সেবা চালু করবে। তখন আবেদনগুলো যাচাই করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট জমা দিতে বলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত