মনজুরুল ইসলাম
প্রশ্ন: পর্যটনের ক্ষেত্রে মূল ধারার মিডিয়াকে কীভাবে দেখেন?
মনিরুজ্জামান: বিভিন্ন ডেসটিনেশন সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়, তার ওপর ভিত্তি করে আমরা এখন মিডিয়াকে দুই ভাগে ভাগ করেছি। মেইনস্ট্রিম মিডিয়া আসলে নিউজ পেপার ও টেলিভিশন। এর বাইরে যে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, ইউটিউব বলেন কিংবা ফেসবুক, এগুলোতে কিছু কিছু ভুল তথ্য দেওয়া হয়। আমরা অনেক সময় ইউটিউবের সংবাদগুলোতে সঠিক তথ্য পাই না। নিউজ পেপার বা চ্যানেলগুলোতে পাই। তাদের দায়বদ্ধতা আছে, কিন্তু ওদের দায়বদ্ধতা নেই। এই ব্লগার ও ইউটিউবাররা সাজেককে দুই ভাগে ভাগ করে ফেলেছে। প্রথমেই টুরিস্টরা জিজ্ঞেস করেন, আপনার রিসোর্টটা কি মিজোরাম ভিউ? নাকি রাঙামাটি ভিউ? এখন একটা ডেসটিনেশনে দুটো ভিউ অবশ্যই থাকবে। কক্সবাজারে গেলে যেমন আমরা সি ভিউ রুম নিই অথবা হিল ভিউ রুম নিই। কিন্তু সাজেকে রিসোর্টগুলো ছোট ছোট। যখন কেউ জানে যে মিজোরাম ভিউ নয় রাঙামাটি ভিউ, তখন পর্যটকদের আগ্রহ কমে যায়। রাঙামাটি ভিউয়ের দিক থেকে মিজোরাম দেখা যায় না। আর ওখানে রুম থেকে দেখার তেমন কিছু নেই। এটা বাইরে গিয়ে দেখতে হয়। এই যে তথ্যগুলো এভাবে প্রচার করা হচ্ছে, তাতে টুরিস্টদের ওপর আগেই একটা প্রভাব পড়ে যায়। ওখানে যাওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায় আগে থেকেই। যেটা কাম্য নয়।
প্রশ্ন: যেখানে প্রকৃতির ওপর ভিত্তি করে টুরিস্ট প্লেসগুলো হচ্ছে, সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট…
মনিরুজ্জামান: খুব বড় রকমের একটা উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি।
প্রশ্ন: আমাদের পাহাড়গুলোতে যখনই কোনো একটা সমস্যা দেখা যায়, তখনই সেখানে ফরেন টুরিস্টদের রেস্ট্রিকশন থাকে। সে ক্ষেত্রে বিদেশি পর্যটকদের পাহাড়ে নিয়ে যাওয়া ঝুঁকি মনে করছেন কি না, সামনের দিকে?
মনিরুজ্জামান: আসলে বিদেশি পর্যটকদের আগেই বলা হয়, আপনাদের জন্য রেড অ্যালার্ট এলাকা। তো এই রেড অ্যালার্টকে উপেক্ষা করে যারা ইন্টারেস্টেড, তারা আসতে চায়। রেড অ্যালার্ট না থাকলেও তাকে কিন্তু অনুমতি নিতে হয়। এটা পুরো হিল ট্র্যাকের নিয়ম। তো তখন এটা নিতে গেলে আমাদের বেগ পেতে হয়, যখন অভিযান চলে। টোটালি পারমিশনটা কিন্তু দেবে না। আমার জানা মতে, গত বছর অনেক গ্রুপকে আমরা ডিনাই করেছি।
বান্দরবান বা সাজেক যাওয়ার কথা ছিল, পারমিশন মেলেনি। যেহেতু অভিযান চলছিল। এ ধরনের কোনো অভিযান হলে ফরেনারদের আমরা ডিসকারেজ করি যে ওখানে যাওয়াটা আসলে উচিত হবে না বা ঠিক হবে না। প্রশাসন থেকে তো একটা নিষেধ থাকেই। সেদিক থেকে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত দেশের পাহাড়ে শান্তি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত পাহাড় পর্যটনটা সেভাবে ফ্লারিশ করবে না।
প্রশ্ন: আমাদের টুরিজম বোর্ডের কাজ তো বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। বিদেশি পর্যটকদের নিয়ে আসার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যেমন বিদেশি পর্যটকদের জন্য অনুমতির দরকার। এই পারমিশনগুলো পাওয়ার ক্ষেত্রে টুরিজম বোর্ড আপনাদের কোনো রকম সহায়তা করে কি না?
মনিরুজ্জামান: এই সব পারমিশন দেওয়ার ব্যাপারে টুরিজম বোর্ড সরাসরি কোনো সাপোর্ট আমাদের দেয় না। আসলে টুরিজম বোর্ডের কাজটা হলো প্রচার-প্রচারণা এবং আমাদের ডেসটিনেশন সম্পর্কে জানানো। কিন্তু লজিস্টিক অথবা প্রশাসনিক সাপোর্ট টুরিজম বোর্ড দেয় না বা দিতে পারে না। এটা তাদের এখতিয়ারে পড়ে না। তাদের কাজটি হচ্ছে ব্রিজ তৈরি করে দেওয়া বা ব্রিজিং করা। সেদিক থেকেও আমরা সে রকমভাবে টুরিজম বোর্ডের সহযোগিতা পাচ্ছি, তা নয়। তবে আমরা মনে করি, টুরিজম বোর্ডের আরও উদ্যোগী হওয়া উচিত এই ডেসটিনেশনগুলোকে তুলে ধরার জন্য।
প্রশ্ন: পর্যটনের ক্ষেত্রে মূল ধারার মিডিয়াকে কীভাবে দেখেন?
মনিরুজ্জামান: বিভিন্ন ডেসটিনেশন সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়, তার ওপর ভিত্তি করে আমরা এখন মিডিয়াকে দুই ভাগে ভাগ করেছি। মেইনস্ট্রিম মিডিয়া আসলে নিউজ পেপার ও টেলিভিশন। এর বাইরে যে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, ইউটিউব বলেন কিংবা ফেসবুক, এগুলোতে কিছু কিছু ভুল তথ্য দেওয়া হয়। আমরা অনেক সময় ইউটিউবের সংবাদগুলোতে সঠিক তথ্য পাই না। নিউজ পেপার বা চ্যানেলগুলোতে পাই। তাদের দায়বদ্ধতা আছে, কিন্তু ওদের দায়বদ্ধতা নেই। এই ব্লগার ও ইউটিউবাররা সাজেককে দুই ভাগে ভাগ করে ফেলেছে। প্রথমেই টুরিস্টরা জিজ্ঞেস করেন, আপনার রিসোর্টটা কি মিজোরাম ভিউ? নাকি রাঙামাটি ভিউ? এখন একটা ডেসটিনেশনে দুটো ভিউ অবশ্যই থাকবে। কক্সবাজারে গেলে যেমন আমরা সি ভিউ রুম নিই অথবা হিল ভিউ রুম নিই। কিন্তু সাজেকে রিসোর্টগুলো ছোট ছোট। যখন কেউ জানে যে মিজোরাম ভিউ নয় রাঙামাটি ভিউ, তখন পর্যটকদের আগ্রহ কমে যায়। রাঙামাটি ভিউয়ের দিক থেকে মিজোরাম দেখা যায় না। আর ওখানে রুম থেকে দেখার তেমন কিছু নেই। এটা বাইরে গিয়ে দেখতে হয়। এই যে তথ্যগুলো এভাবে প্রচার করা হচ্ছে, তাতে টুরিস্টদের ওপর আগেই একটা প্রভাব পড়ে যায়। ওখানে যাওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায় আগে থেকেই। যেটা কাম্য নয়।
প্রশ্ন: যেখানে প্রকৃতির ওপর ভিত্তি করে টুরিস্ট প্লেসগুলো হচ্ছে, সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট…
মনিরুজ্জামান: খুব বড় রকমের একটা উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি।
প্রশ্ন: আমাদের পাহাড়গুলোতে যখনই কোনো একটা সমস্যা দেখা যায়, তখনই সেখানে ফরেন টুরিস্টদের রেস্ট্রিকশন থাকে। সে ক্ষেত্রে বিদেশি পর্যটকদের পাহাড়ে নিয়ে যাওয়া ঝুঁকি মনে করছেন কি না, সামনের দিকে?
মনিরুজ্জামান: আসলে বিদেশি পর্যটকদের আগেই বলা হয়, আপনাদের জন্য রেড অ্যালার্ট এলাকা। তো এই রেড অ্যালার্টকে উপেক্ষা করে যারা ইন্টারেস্টেড, তারা আসতে চায়। রেড অ্যালার্ট না থাকলেও তাকে কিন্তু অনুমতি নিতে হয়। এটা পুরো হিল ট্র্যাকের নিয়ম। তো তখন এটা নিতে গেলে আমাদের বেগ পেতে হয়, যখন অভিযান চলে। টোটালি পারমিশনটা কিন্তু দেবে না। আমার জানা মতে, গত বছর অনেক গ্রুপকে আমরা ডিনাই করেছি।
বান্দরবান বা সাজেক যাওয়ার কথা ছিল, পারমিশন মেলেনি। যেহেতু অভিযান চলছিল। এ ধরনের কোনো অভিযান হলে ফরেনারদের আমরা ডিসকারেজ করি যে ওখানে যাওয়াটা আসলে উচিত হবে না বা ঠিক হবে না। প্রশাসন থেকে তো একটা নিষেধ থাকেই। সেদিক থেকে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত দেশের পাহাড়ে শান্তি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত পাহাড় পর্যটনটা সেভাবে ফ্লারিশ করবে না।
প্রশ্ন: আমাদের টুরিজম বোর্ডের কাজ তো বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। বিদেশি পর্যটকদের নিয়ে আসার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যেমন বিদেশি পর্যটকদের জন্য অনুমতির দরকার। এই পারমিশনগুলো পাওয়ার ক্ষেত্রে টুরিজম বোর্ড আপনাদের কোনো রকম সহায়তা করে কি না?
মনিরুজ্জামান: এই সব পারমিশন দেওয়ার ব্যাপারে টুরিজম বোর্ড সরাসরি কোনো সাপোর্ট আমাদের দেয় না। আসলে টুরিজম বোর্ডের কাজটা হলো প্রচার-প্রচারণা এবং আমাদের ডেসটিনেশন সম্পর্কে জানানো। কিন্তু লজিস্টিক অথবা প্রশাসনিক সাপোর্ট টুরিজম বোর্ড দেয় না বা দিতে পারে না। এটা তাদের এখতিয়ারে পড়ে না। তাদের কাজটি হচ্ছে ব্রিজ তৈরি করে দেওয়া বা ব্রিজিং করা। সেদিক থেকেও আমরা সে রকমভাবে টুরিজম বোর্ডের সহযোগিতা পাচ্ছি, তা নয়। তবে আমরা মনে করি, টুরিজম বোর্ডের আরও উদ্যোগী হওয়া উচিত এই ডেসটিনেশনগুলোকে তুলে ধরার জন্য।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
১ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
১ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে