বিভাবরী রায়
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় আবার প্রেমে পড়েছেন। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনরা ধারণা করছেন, সৃজিতের নতুন প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি এই জল্পনাকল্পনায় আরও ঘি ঢেলেছে। যদিও সৃজিত বা সুস্মিতা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। নিজেদের তাঁরা ‘স্রেফ বন্ধু’ বলে পরিচয় দিতে আগ্রহী। তবে এই গুঞ্জনে যে সুস্মিতার ফেসবুকে অনুসারীর সংখ্যা আরও বেড়ে গেছে, তা বুঝতে বাকি নেই। সৃজিত এবার কোন তরুণীর প্রেম পড়লেন, তা দেখতেই লোকে সুস্মিতা চট্টোপাধ্যায়ের নাম দিয়ে সার্চ দিচ্ছেন।
জনপ্রিয় ম্যাগাজিন ‘সানন্দা’য় বহুবার মডেল হয়েছেন সুস্মিতা। মিষ্টি এই মুখ যদিও কম পরিচিত নয়, তবু ফ্যাশনসচেতন নারীরা একের পর এক তাঁর ছবি স্ক্রল করে যাচ্ছেন তাঁর ফ্ললেস রূপে মুগ্ধ হয়ে। কী করে সুস্মিতার মতো ফ্ললেস মেকআপ করবেন, কীভাবেই-বা যত্ন নিলে এমন পেলব ত্বক পাবেন, তা নিয়েই তো চিন্তা! তাহলে মেনে চলতে পারেন নিচের বিষয়গুলো।
ফ্ললেস মেকআপের প্রথম শর্ত ত্বক দাগ ছোপহীন ঝকঝকে করে ফেলা। আর এ জন্য দীর্ঘদিনের ধারাবাহিক চর্চা গড়ে তুলতে হবে। প্রতিদিন ত্বকের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং সাপ্তাহিক স্টিম ও স্ক্রাবের রুটিন মেনে চলতে হবে।
সুস্মিতার পেলব ত্বক দেখে ঈর্ষা হচ্ছে? নিয়মিত ময়শ্চারাইজ করতে হবে এমন ত্বক পেতে চাইলে। এ ছাড়া কমপ্যাক্টের সঙ্গে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ব্লেন্ড করে নিলে নো মেকআপ লুকের জন্য বি বি ক্রিম বানিয়ে ফেলা যায়, এটা তো জানেন? মসৃণ দেখানোর পাশাপাশি এই মিশ্রণ ব্যবহারে ত্বক অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকবে।
অনেক ফাউন্ডেশনেই এসপিএফ ফ্যাক্টর থাকে। বাইরে বেরোনোর আগে গোলাপজল মিশিয়ে সেটা পুরো দেহে সানস্ক্রিনের মতো ব্যবহার করতে পারেন। শরীরের উপেক্ষিত অংশ, যেমন পায়ের পাতা বা হাতের কনুইয়ে ময়শ্চারাইজার মিশিয়ে ফাউন্ডেশন লাগান। ওই অংশ মসৃণ, কোমল ও উজ্জ্বল দেখাবে।
ত্বকের উপযোগী ময়শ্চারাইজার বেছে নিন। তার ওপর স্টিক ফাউন্ডেশন বুলিয়ে হালকা ফেস পাউডার মেখে নিন। খুব দরকার হলে হাইলাইটার ব্যবহার করতে পারেন। ঠোঁটে ন্য়ুড শেডের ম্যাট লিপস্টিক দিয়ে নিন। তাতে ত্বক যেমন পরিচ্ছন্ন দেখাবে, সাজটাও হয়ে উঠবে আভিজাত্য়ময়। নখের সাজটাকে আরও ক্ল্যাসি করতে চান? আইশ্যাডো আর ব্লাশনের গুঁড়া নেইলপলিশে মিশিয়ে দিন। এক্সক্লুসিভ রং আর ঝলমলে নেইলপলিশ পেয়ে যাবেন।
সুস্মিতার মতো চোখ ড্রামাটাইজ করতে ওপরে ও নিচে আলাদা রঙের আই পেনসিল ব্যবহার করতে পারেন। চাহনিতে সুস্মিতার মতো কোমলতা চাইলে চোখের নিচের পাপড়ি ঘেঁষে সোনালি আইশ্যাডো বুলিয়ে নিতে পারেন। এতে চোখ বড়ও দেখাবে।
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় আবার প্রেমে পড়েছেন। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনরা ধারণা করছেন, সৃজিতের নতুন প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি এই জল্পনাকল্পনায় আরও ঘি ঢেলেছে। যদিও সৃজিত বা সুস্মিতা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। নিজেদের তাঁরা ‘স্রেফ বন্ধু’ বলে পরিচয় দিতে আগ্রহী। তবে এই গুঞ্জনে যে সুস্মিতার ফেসবুকে অনুসারীর সংখ্যা আরও বেড়ে গেছে, তা বুঝতে বাকি নেই। সৃজিত এবার কোন তরুণীর প্রেম পড়লেন, তা দেখতেই লোকে সুস্মিতা চট্টোপাধ্যায়ের নাম দিয়ে সার্চ দিচ্ছেন।
জনপ্রিয় ম্যাগাজিন ‘সানন্দা’য় বহুবার মডেল হয়েছেন সুস্মিতা। মিষ্টি এই মুখ যদিও কম পরিচিত নয়, তবু ফ্যাশনসচেতন নারীরা একের পর এক তাঁর ছবি স্ক্রল করে যাচ্ছেন তাঁর ফ্ললেস রূপে মুগ্ধ হয়ে। কী করে সুস্মিতার মতো ফ্ললেস মেকআপ করবেন, কীভাবেই-বা যত্ন নিলে এমন পেলব ত্বক পাবেন, তা নিয়েই তো চিন্তা! তাহলে মেনে চলতে পারেন নিচের বিষয়গুলো।
ফ্ললেস মেকআপের প্রথম শর্ত ত্বক দাগ ছোপহীন ঝকঝকে করে ফেলা। আর এ জন্য দীর্ঘদিনের ধারাবাহিক চর্চা গড়ে তুলতে হবে। প্রতিদিন ত্বকের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং সাপ্তাহিক স্টিম ও স্ক্রাবের রুটিন মেনে চলতে হবে।
সুস্মিতার পেলব ত্বক দেখে ঈর্ষা হচ্ছে? নিয়মিত ময়শ্চারাইজ করতে হবে এমন ত্বক পেতে চাইলে। এ ছাড়া কমপ্যাক্টের সঙ্গে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ব্লেন্ড করে নিলে নো মেকআপ লুকের জন্য বি বি ক্রিম বানিয়ে ফেলা যায়, এটা তো জানেন? মসৃণ দেখানোর পাশাপাশি এই মিশ্রণ ব্যবহারে ত্বক অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকবে।
অনেক ফাউন্ডেশনেই এসপিএফ ফ্যাক্টর থাকে। বাইরে বেরোনোর আগে গোলাপজল মিশিয়ে সেটা পুরো দেহে সানস্ক্রিনের মতো ব্যবহার করতে পারেন। শরীরের উপেক্ষিত অংশ, যেমন পায়ের পাতা বা হাতের কনুইয়ে ময়শ্চারাইজার মিশিয়ে ফাউন্ডেশন লাগান। ওই অংশ মসৃণ, কোমল ও উজ্জ্বল দেখাবে।
ত্বকের উপযোগী ময়শ্চারাইজার বেছে নিন। তার ওপর স্টিক ফাউন্ডেশন বুলিয়ে হালকা ফেস পাউডার মেখে নিন। খুব দরকার হলে হাইলাইটার ব্যবহার করতে পারেন। ঠোঁটে ন্য়ুড শেডের ম্যাট লিপস্টিক দিয়ে নিন। তাতে ত্বক যেমন পরিচ্ছন্ন দেখাবে, সাজটাও হয়ে উঠবে আভিজাত্য়ময়। নখের সাজটাকে আরও ক্ল্যাসি করতে চান? আইশ্যাডো আর ব্লাশনের গুঁড়া নেইলপলিশে মিশিয়ে দিন। এক্সক্লুসিভ রং আর ঝলমলে নেইলপলিশ পেয়ে যাবেন।
সুস্মিতার মতো চোখ ড্রামাটাইজ করতে ওপরে ও নিচে আলাদা রঙের আই পেনসিল ব্যবহার করতে পারেন। চাহনিতে সুস্মিতার মতো কোমলতা চাইলে চোখের নিচের পাপড়ি ঘেঁষে সোনালি আইশ্যাডো বুলিয়ে নিতে পারেন। এতে চোখ বড়ও দেখাবে।
যাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
৯ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
১ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
১ দিন আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
২ দিন আগে