Ajker Patrika

ধোয়া ও শুকানোর ভুলেই কি বর্ষাকালে কাপড়ে গন্ধ হয়

ফিচার ডেস্ক, ঢাকা 
টানা বৃষ্টির দিনগুলো কাপড় ধোয়া ও শুকানোর কিছু নিয়ম মেনে চললে কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব ও গন্ধ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। ছবি: পেক্সেলস
টানা বৃষ্টির দিনগুলো কাপড় ধোয়া ও শুকানোর কিছু নিয়ম মেনে চললে কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব ও গন্ধ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। ছবি: পেক্সেলস

সকাল ৯টায় শিডিউল হবে

বর্ষাকালে কাপড় যেমন বেশি ময়লা হয়, তেমনি কাপড় ধুয়ে ঠিকঠাক শুকানোও একটা ঝামেলার ব্যাপার। টানা বৃষ্টির দিনগুলোতে যেহেতু রোদের দেখা মেলে না, তাই বাতাসে আর্দ্রতা বেশি থাকে। যাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক দিনের পর দিন পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। টানা বৃষ্টির দিনগুলো কাপড় ধোয়া ও শুকানোর কিছু নিয়ম মেনে চললে কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব ও গন্ধ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

দেখে নিন প্রক্রিয়াগুলো

কাপড় ধোয়ার পর আয়রন করে নিন। ছবি: পেক্সেলস
কাপড় ধোয়ার পর আয়রন করে নিন। ছবি: পেক্সেলস

  • বাইরে থেকে ফিরে জামাকাপড় বদলে আগে বাইরে খোলা বাতাসে মেলে দিন। ঘাম শুকালে তারপর কুসুম গরম পানি ও সাবান দিয়ে কেচে ধুয়ে নিন।
  • কাচার আগে জামাকাপড় ডিটারজেন্ট মেশানো গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এতে কাপড়ের ময়লা কাটবে, দুর্গন্ধও থাকবে না।
  • জামাকাপড় কাচার সময়েও কয়েকটি ব্যাপারে নজর দিতে হবে। কাপড় কাচার জন্য এমন সাবান ব্যবহার করতে হবে, যা কাপড় পরিষ্কার তো করবেই, পাশাপাশি জীবাণুও নাশ করতে পারবে। কাপড় কাচা সাবানের সঙ্গে সামান্য ভিনেগার ও বেকিং সোডা যোগ করলে কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ হবে না। লেবু বা গোলাপের গন্ধযুক্ত ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। কাপড় লবণ ও ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে দিলেও গন্ধ হবে না।
  • এ ছাড়া জামাকাপড় ধোয়ার পর জীবাণুনাশক তরলে সেগুলো ৫ মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে নিংড়ে শুকাতে দিন। এতেও সমস্যার সমাধান মিলবে।
  • যদি রোদ ও বৃষ্টি না থাকে, তাহলে প্রাথমিক অবস্থায় বারান্দা বা ছাদে মেলে দিন কাপড়। বৃষ্টি এলে না হয় ঘরে শুকাতে দেবেন। এতে ঘরেও স্যাঁতস্যাঁতে গন্ধ হবে না।
  • বর্ষাকালে অনেক সময় জামাকাপড়ে সাদা সাদা দাগ পড়ে যায়। এগুলোকে আমরা ছত্রাক হিসেবে চিনি। জামাকাপড়ে ছত্রাক পড়লেও গন্ধ হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা ছত্রাকযুক্ত পোশাক পরলে বেশি সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। তাই কাপড় ভালোভাবে শুকিয়ে ইস্তিরি করে আবার মেলে দিন ফ্যানের বাতাসে। এত কাপড় কড়কড়ে হয়ে উঠবে এবং ছত্রাক পড়বে না।
  • যাঁরা ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে অভ্যস্ত, তারা সাধারণত পুরো সপ্তাহের জামাকাপড় একসঙ্গে ঝুড়িতে জমিয়ে রাখেন। ছুটির দিনে সেসব কাপড় ধুয়ে নেন। এভাবে ঝুড়িতে ভেজা বা আধভেজা কাপড় রেখে দিলে দুর্গন্ধ হবে। তাই ব্যবহৃত জামাকাপড় একসঙ্গে না রেখে, আলাদা করে ঝুলিয়ে রাখুন। এমন জায়গায় রাখুন, যেখানে হাওয়া বাতাস চলাচল করে। এতে গন্ধের সমস্যা অনেকটাই মোকাবিলা করা সম্ভব।

শুকানোর উপায়

সারা দিন যদি বাড়িতে কেউ না থাকে, তাহলে শোয়ার ঘর ছাড়া যেকোনো একটি ঘরে দড়ি টাঙিয়ে সব ভেজা কাপড় মেলে দিন। ফ্যানের বাতাসে সারা দিনে কাপড় শুকিয়ে যাবে। বিকেল বা সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা খুলে দিন। এতে ঘরের গুমোট ভাব কেটে যাবে। কাপড়ে হালকা স্যাঁতসেঁতে ভাব থাকলে ভালো করে ইস্তিরি করে নিন। এতে পোশাকের আর্দ্র ভাবও চলে যাবে, আবার জীবাণুও মরবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত