অনলাইন ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে ফলাফলও আসতে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, নির্বাচনে আবারও জয়ী হতে চলেছে লিবারেল পার্ট এবং প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন মার্ক কারনি।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি ও সিটিভির অনুমান অনুযায়ী, পার্লামেন্টে ৩৪৩ আসনের মধ্যে কমপক্ষে ১৪৫টি আসনে জয়ী হবে লিবারেলরা। নিকট প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভরা পাবে ১১৪ আসন। সরকার গঠনের জন্য ন্যূনতম ১২৭টি আসন কেউ–ই এককভাবে জিততে পারবে না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে জোট গঠন করতে হবে লিবারেলদের।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার তথ্যমতে, অন্টারিওর নেপিয়ান আসনে লিবারেল পার্টির নেতা কারনি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই আসনে বিজয়ের অর্থ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি প্রথমবারের মতো পার্লামেন্টে আসন জিতবেন। ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর কারনি, গত মার্চে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন। তবে তিনি কখনো পার্লামেন্টের সদস্য ছিলেন না।
সাম্প্রতিক সময়ে ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকলেও মার্ক কারনির প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর নতুন করে শক্তি পেয়েছে। নির্বাচন মূলত লিবারেল বনাম কনজারভেটিভ লড়াইয়ে পরিণত হয়েছে। এমনকি এনডিপি নেতা জগমিত সিং নিজেও নিজের আসন হারানোর ঝুঁকিতে রয়েছেন—যদি তা ঘটে, তবে এটি নিঃসন্দেহে বামপন্থী দলটির জন্য খুবই হতাশাজনক হবে।
সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভোট পাওয়ার হার আগেরবারের তুলনায় প্রায় ১২ শতাংশ কমে আনুমানিক ৪ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অবশ্য এটি খুব একটা অপ্রত্যাশিত নয়, কারণ এনডিপি পার্লামেন্টে চতুর্থ বৃহত্তম দল হলেও সাম্প্রতিক জনমত জরিপে তাদের দুর্বল অবস্থানের চিত্রই উঠে এসেছে।
আলজাজিরার অটোয়া প্রতিনিধি জানান, ছোট দলগুলো এখনো তেমন ভোট পায়নি, শেষ পর্যন্ত আরও কিছু ভোট পেতে পারে, তবে এই মুহূর্তে তাদের প্রকৃত প্রভাব নির্ধারণ করা কঠিন। কিন্তু লিবারেল পার্টির শুরুটা যথেষ্ট শক্তিশালী। যদিও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর ভোট গণনা শুরু হলে পরিস্থিতি বদলে যেতে পারে।
আল জাজিরার প্রতিনিধি বলেন, ‘এই নির্বাচনের ফল আসলে পুরোপুরি উল্টে গেছে। জানুয়ারিতে, কনজারভেটিভ পার্টি ২৫ পয়েন্টে এগিয়ে ছিল। এরপর লিবারেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন এবং মার্ক কারনি নেতৃত্ব গ্রহণ করেন। এরপর কানাডার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি লিবারেলদের জন্য শাপে বর হয়েছে। মার্ক কারনি কড়া ভাষায় ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন, যা তাঁর প্রতি জনসমর্থন বাড়িয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ আদর্শগতভাবে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই সম্পর্কই শেষ মুহূর্তে তাঁর ক্ষতির কারণ হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে ফলাফলও আসতে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, নির্বাচনে আবারও জয়ী হতে চলেছে লিবারেল পার্ট এবং প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন মার্ক কারনি।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি ও সিটিভির অনুমান অনুযায়ী, পার্লামেন্টে ৩৪৩ আসনের মধ্যে কমপক্ষে ১৪৫টি আসনে জয়ী হবে লিবারেলরা। নিকট প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভরা পাবে ১১৪ আসন। সরকার গঠনের জন্য ন্যূনতম ১২৭টি আসন কেউ–ই এককভাবে জিততে পারবে না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে জোট গঠন করতে হবে লিবারেলদের।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার তথ্যমতে, অন্টারিওর নেপিয়ান আসনে লিবারেল পার্টির নেতা কারনি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই আসনে বিজয়ের অর্থ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি প্রথমবারের মতো পার্লামেন্টে আসন জিতবেন। ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর কারনি, গত মার্চে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন। তবে তিনি কখনো পার্লামেন্টের সদস্য ছিলেন না।
সাম্প্রতিক সময়ে ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকলেও মার্ক কারনির প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর নতুন করে শক্তি পেয়েছে। নির্বাচন মূলত লিবারেল বনাম কনজারভেটিভ লড়াইয়ে পরিণত হয়েছে। এমনকি এনডিপি নেতা জগমিত সিং নিজেও নিজের আসন হারানোর ঝুঁকিতে রয়েছেন—যদি তা ঘটে, তবে এটি নিঃসন্দেহে বামপন্থী দলটির জন্য খুবই হতাশাজনক হবে।
সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভোট পাওয়ার হার আগেরবারের তুলনায় প্রায় ১২ শতাংশ কমে আনুমানিক ৪ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অবশ্য এটি খুব একটা অপ্রত্যাশিত নয়, কারণ এনডিপি পার্লামেন্টে চতুর্থ বৃহত্তম দল হলেও সাম্প্রতিক জনমত জরিপে তাদের দুর্বল অবস্থানের চিত্রই উঠে এসেছে।
আলজাজিরার অটোয়া প্রতিনিধি জানান, ছোট দলগুলো এখনো তেমন ভোট পায়নি, শেষ পর্যন্ত আরও কিছু ভোট পেতে পারে, তবে এই মুহূর্তে তাদের প্রকৃত প্রভাব নির্ধারণ করা কঠিন। কিন্তু লিবারেল পার্টির শুরুটা যথেষ্ট শক্তিশালী। যদিও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর ভোট গণনা শুরু হলে পরিস্থিতি বদলে যেতে পারে।
আল জাজিরার প্রতিনিধি বলেন, ‘এই নির্বাচনের ফল আসলে পুরোপুরি উল্টে গেছে। জানুয়ারিতে, কনজারভেটিভ পার্টি ২৫ পয়েন্টে এগিয়ে ছিল। এরপর লিবারেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন এবং মার্ক কারনি নেতৃত্ব গ্রহণ করেন। এরপর কানাডার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি লিবারেলদের জন্য শাপে বর হয়েছে। মার্ক কারনি কড়া ভাষায় ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন, যা তাঁর প্রতি জনসমর্থন বাড়িয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ আদর্শগতভাবে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই সম্পর্কই শেষ মুহূর্তে তাঁর ক্ষতির কারণ হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৮ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৯ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১২ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১২ ঘণ্টা আগে