Ajker Patrika

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯: ৫০
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে। 

আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।

এবারের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলে নতুন এক ইতিহাস গড়বেন। কারণ কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয়-আমেরিকান নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়বেন। বর্তমানে তিনি বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য কমলা আরও একটি রেকর্ড গড়বেন। সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস নিজেও উপস্থিত ছিলেন। তাঁর প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিনিধিরা বেছে নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। 

এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্‌যাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত