যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে।
আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।
এবারের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলে নতুন এক ইতিহাস গড়বেন। কারণ কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয়-আমেরিকান নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়বেন। বর্তমানে তিনি বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য কমলা আরও একটি রেকর্ড গড়বেন। সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস নিজেও উপস্থিত ছিলেন। তাঁর প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিনিধিরা বেছে নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন।
এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্যাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে।
আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।
এবারের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলে নতুন এক ইতিহাস গড়বেন। কারণ কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয়-আমেরিকান নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়বেন। বর্তমানে তিনি বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য কমলা আরও একটি রেকর্ড গড়বেন। সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস নিজেও উপস্থিত ছিলেন। তাঁর প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিনিধিরা বেছে নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন।
এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্যাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৮ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৮ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১১ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১১ ঘণ্টা আগে