গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসের টিকা গ্রহণ এবং অন্যান্য বিধিনিষেধ বিরোধী তীব্র আন্দোলনের ফলে ট্রুডো ও তাঁর পরিবার তাঁদের অটোয়ার বাসভবন ছেড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর ট্রুডোর বর্তমান অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’
এর আগে, গত শনিবার থেকেই দেশটির ট্রাক-লরি চালকেরা এবং সাধারণ মানুষ দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে। আজ রোববারও এই বিক্ষোভ চলমান রয়েছে।
সিবিসি নিউজ জানিয়েছে, কয়েক হাজার ট্রাক-লরিচালক এবং সাধারণ মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছে। প্রথমে তীব্র শীত উপেক্ষা করেই কয়েক হাজার সাধারণ নাগরিক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও কয়েক হাজার ট্রাক-লরিচালক সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন।
এদিকে, কানাডার পার্লামেন্টের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মস বলেছেন, বিক্ষোভকারীরা যে সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে পারে এই বিষয়টি ট্রুডো আগে থেকেই জানতেন। তাই তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।
গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসের টিকা গ্রহণ এবং অন্যান্য বিধিনিষেধ বিরোধী তীব্র আন্দোলনের ফলে ট্রুডো ও তাঁর পরিবার তাঁদের অটোয়ার বাসভবন ছেড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর ট্রুডোর বর্তমান অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’
এর আগে, গত শনিবার থেকেই দেশটির ট্রাক-লরি চালকেরা এবং সাধারণ মানুষ দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে। আজ রোববারও এই বিক্ষোভ চলমান রয়েছে।
সিবিসি নিউজ জানিয়েছে, কয়েক হাজার ট্রাক-লরিচালক এবং সাধারণ মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছে। প্রথমে তীব্র শীত উপেক্ষা করেই কয়েক হাজার সাধারণ নাগরিক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও কয়েক হাজার ট্রাক-লরিচালক সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন।
এদিকে, কানাডার পার্লামেন্টের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মস বলেছেন, বিক্ষোভকারীরা যে সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে পারে এই বিষয়টি ট্রুডো আগে থেকেই জানতেন। তাই তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১০ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১০ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১৩ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১৩ ঘণ্টা আগে