মনিজা রহমান, নিউইয়র্ক থেকে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা প্রধানত ডেমোক্রেটিক পার্টির সমর্থক। গাজা যুদ্ধে বাইডেনের নীতির কারণে ২০২৪ সালের নির্বাচনে সেই সমর্থন ধরে রাখতে পারেনি দলটি। তবে অনেকে রাগ করে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলেও তাঁর শপথের পর অভিবাসনবিরোধী নীতির কারণে এখন বেশির ভাগ ক্ষুব্ধ, অসন্তুষ্ট এবং আতঙ্কিত। সম্ভবত এর আগে কোনো প্রেসিডেন্টের শপথের পর এমন ভীতিকর পরিস্থিতি দেখা যায়নি।
পরপর তিন মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং জর্জ বুশের শাসনামলের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত ছিল গালফ ওয়ার। আমেরিকানদের মতো বাংলাদেশি অভিবাসীরাও চেয়েছিলেন, এরপর যেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট আসে। শেষ পর্যন্ত ১৯৯২ সালে বিল ক্লিনটন জয়ী হয়ে হোয়াইট হাউসে যান। তিনি তাঁর উদার নীতি দিয়ে নাগরিকদের মন জয় করেন। এরপর আবারও রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের ছেলের প্রেসিডেন্ট হওয়া এবং নাইন-ইলেভেনের মতো ঘটনা ঘটে। আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। তবে ২০০৮ সালে এসে পরিস্থিতি বদলে যায় বারাক ওবামার কারণে। তাঁর প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে অভিবাসীরা আবার রাজনীতিতে আগ্রহী হয়। সেই স্বপ্নে আবারও ফাটল ধরে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর। এর দুই বছর পর আমি নিউইয়র্কে আসি। দেখতে পাই, নিউইয়র্কে বাংলাদেশিরা নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হচ্ছে। আমেরিকার রাজনীতি বিষয়ে তাদের সচেতনতা ও আগ্রহ বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক বাংলাদেশি আমেরিকার গেটওয়ে হিসেবে পরিচিত নিউইয়র্কে আসে। কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, পড়ালেখার মধ্য দিয়ে তারা আরও দৃঢ়ভাবে নিজেদের পদরেখা নিউইয়র্কের কংক্রিটে শক্তিশালী করে তোলে। তাদের কণ্ঠ সোচ্চার হয়। নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয়। মেয়র, কংগ্রেস সদস্য, সিনেটর ও নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি বাড়ে।
এবারের নির্বাচনে দেখা গেল, গাজা নিয়ে সদ্য সাবেক প্রেসিডেন্ট বাইডেনের অমানবিক কার্যকলাপ ও মেক্সিকোর সীমান্ত খুলে দেওয়া এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা বেড়ে যায়। এরপর ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া মুসলমানরা প্রায় সরাসরি মুখ ঘুরিয়ে নেন ডেমোক্রেটিক পার্টি থেকে। ফলে ডোনাল্ড ট্রাম্পের নতুন ভোটব্যাংকে পরিণত হন এখানকার বাংলাদেশিরা। তাঁর পাওয়া পপুলার ভোটে বাংলাদেশিদের একটা অবদান আছে।
কিন্তু ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন। তিনি প্রথমেই যে ১০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, সেগুলোর মধ্যে দুটি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত। একটি হলো, অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া, অন্যটি হলো, জন্মসূত্রে নাগরিক সুবিধা বাতিল করা। দ্বিতীয়টি এরই মধ্যে আদালত আটকে দিয়েছেন। তবে এরপরও বাংলাদেশি কমিউনিটির মধ্যে সোমবার থেকে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে এরই মধ্যে আত্মগোপনে। অনেকের কাজে যাওয়া বন্ধ।
আরও একটি বিষয় নিয়ে বাংলাদেশিরা চিন্তিত; তা হলো হাজার হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়সহ বিভিন্ন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে থাকার আবেদন করেছেন। এসব আবেদন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতি কমিউনিটিভিত্তিক ব্যবসায়ও প্রভাব ফেলবে বলে শঙ্কা ব্যবসায়ীদের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা প্রধানত ডেমোক্রেটিক পার্টির সমর্থক। গাজা যুদ্ধে বাইডেনের নীতির কারণে ২০২৪ সালের নির্বাচনে সেই সমর্থন ধরে রাখতে পারেনি দলটি। তবে অনেকে রাগ করে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলেও তাঁর শপথের পর অভিবাসনবিরোধী নীতির কারণে এখন বেশির ভাগ ক্ষুব্ধ, অসন্তুষ্ট এবং আতঙ্কিত। সম্ভবত এর আগে কোনো প্রেসিডেন্টের শপথের পর এমন ভীতিকর পরিস্থিতি দেখা যায়নি।
পরপর তিন মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং জর্জ বুশের শাসনামলের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত ছিল গালফ ওয়ার। আমেরিকানদের মতো বাংলাদেশি অভিবাসীরাও চেয়েছিলেন, এরপর যেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট আসে। শেষ পর্যন্ত ১৯৯২ সালে বিল ক্লিনটন জয়ী হয়ে হোয়াইট হাউসে যান। তিনি তাঁর উদার নীতি দিয়ে নাগরিকদের মন জয় করেন। এরপর আবারও রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের ছেলের প্রেসিডেন্ট হওয়া এবং নাইন-ইলেভেনের মতো ঘটনা ঘটে। আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। তবে ২০০৮ সালে এসে পরিস্থিতি বদলে যায় বারাক ওবামার কারণে। তাঁর প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে অভিবাসীরা আবার রাজনীতিতে আগ্রহী হয়। সেই স্বপ্নে আবারও ফাটল ধরে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর। এর দুই বছর পর আমি নিউইয়র্কে আসি। দেখতে পাই, নিউইয়র্কে বাংলাদেশিরা নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হচ্ছে। আমেরিকার রাজনীতি বিষয়ে তাদের সচেতনতা ও আগ্রহ বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক বাংলাদেশি আমেরিকার গেটওয়ে হিসেবে পরিচিত নিউইয়র্কে আসে। কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, পড়ালেখার মধ্য দিয়ে তারা আরও দৃঢ়ভাবে নিজেদের পদরেখা নিউইয়র্কের কংক্রিটে শক্তিশালী করে তোলে। তাদের কণ্ঠ সোচ্চার হয়। নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয়। মেয়র, কংগ্রেস সদস্য, সিনেটর ও নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি বাড়ে।
এবারের নির্বাচনে দেখা গেল, গাজা নিয়ে সদ্য সাবেক প্রেসিডেন্ট বাইডেনের অমানবিক কার্যকলাপ ও মেক্সিকোর সীমান্ত খুলে দেওয়া এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা বেড়ে যায়। এরপর ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া মুসলমানরা প্রায় সরাসরি মুখ ঘুরিয়ে নেন ডেমোক্রেটিক পার্টি থেকে। ফলে ডোনাল্ড ট্রাম্পের নতুন ভোটব্যাংকে পরিণত হন এখানকার বাংলাদেশিরা। তাঁর পাওয়া পপুলার ভোটে বাংলাদেশিদের একটা অবদান আছে।
কিন্তু ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন। তিনি প্রথমেই যে ১০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, সেগুলোর মধ্যে দুটি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত। একটি হলো, অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া, অন্যটি হলো, জন্মসূত্রে নাগরিক সুবিধা বাতিল করা। দ্বিতীয়টি এরই মধ্যে আদালত আটকে দিয়েছেন। তবে এরপরও বাংলাদেশি কমিউনিটির মধ্যে সোমবার থেকে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে এরই মধ্যে আত্মগোপনে। অনেকের কাজে যাওয়া বন্ধ।
আরও একটি বিষয় নিয়ে বাংলাদেশিরা চিন্তিত; তা হলো হাজার হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়সহ বিভিন্ন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে থাকার আবেদন করেছেন। এসব আবেদন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতি কমিউনিটিভিত্তিক ব্যবসায়ও প্রভাব ফেলবে বলে শঙ্কা ব্যবসায়ীদের।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
২৮ মিনিট আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৪ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৪ ঘণ্টা আগে