যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক নানা কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ক্যালিফোর্নিয়াতে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ফলে সম্প্রতি অনেক পর্যটকই বিখ্যাত ঝরণার দেখা পেয়েছেন। এল ক্যাপিটান পর্বতের অশ্বখুর ঝরণার শরীর বেয়ে গলিত লাভার মতো পানির পতন দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা।
অশ্বখুর ঝরণা সাধারণত বছরের এই সময়টাতে দেখা যায় না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে মানুষ ও পশুপাখির কিছুটা ভোগান্তি হলেও প্রাণ ফিরে পেয়েছে ঝরণা। ফলে বিখ্যাত ‘অগ্নিঝরণা’ দেখারও সৌভাগ্য হলো অনেকের।
এই অগ্নিঝরণা দেখা যায় সাধারণত ফেব্রুয়ারির শেষ নাগাদ বিকেলের দিকে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ থাকতে হয় এবং সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে ঝরণার পানির ওপর পড়তে হয়। তবেই দেখা যায় আগুনঝরা অশ্বখুর ঝরণা।
চলতি বছরের শুরুর দিকে এই দৃশ্য দেখার জন্য পর্যটকদের এতোই চাপ ছিল যে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতে হয়েছিল।
গত সোমবার পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে জানায়, ইয়োসেমাইট উপত্যকায় ৩৬ ঘণ্টায় ৬ ইঞ্চির (১৫২.৪ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। আর উপত্যকায় অধিতর উঁচু এলাকাগুলোতে কয়েক ফুট পর্যন্ত গভীর তুষারপাতও হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক নানা কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ক্যালিফোর্নিয়াতে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ফলে সম্প্রতি অনেক পর্যটকই বিখ্যাত ঝরণার দেখা পেয়েছেন। এল ক্যাপিটান পর্বতের অশ্বখুর ঝরণার শরীর বেয়ে গলিত লাভার মতো পানির পতন দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা।
অশ্বখুর ঝরণা সাধারণত বছরের এই সময়টাতে দেখা যায় না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে মানুষ ও পশুপাখির কিছুটা ভোগান্তি হলেও প্রাণ ফিরে পেয়েছে ঝরণা। ফলে বিখ্যাত ‘অগ্নিঝরণা’ দেখারও সৌভাগ্য হলো অনেকের।
এই অগ্নিঝরণা দেখা যায় সাধারণত ফেব্রুয়ারির শেষ নাগাদ বিকেলের দিকে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ থাকতে হয় এবং সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে ঝরণার পানির ওপর পড়তে হয়। তবেই দেখা যায় আগুনঝরা অশ্বখুর ঝরণা।
চলতি বছরের শুরুর দিকে এই দৃশ্য দেখার জন্য পর্যটকদের এতোই চাপ ছিল যে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতে হয়েছিল।
গত সোমবার পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে জানায়, ইয়োসেমাইট উপত্যকায় ৩৬ ঘণ্টায় ৬ ইঞ্চির (১৫২.৪ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। আর উপত্যকায় অধিতর উঁচু এলাকাগুলোতে কয়েক ফুট পর্যন্ত গভীর তুষারপাতও হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৫ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৬ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৯ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৯ ঘণ্টা আগে