Ajker Patrika

অসময়ের বৃষ্টিতে ফিরে এল ইয়োসেমাইটের আগুন ঝরণা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১: ৪০
অসময়ের বৃষ্টিতে ফিরে এল ইয়োসেমাইটের আগুন ঝরণা

যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক নানা কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ক্যালিফোর্নিয়াতে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ফলে সম্প্রতি অনেক পর্যটকই বিখ্যাত ঝরণার দেখা পেয়েছেন। এল ক্যাপিটান পর্বতের অশ্বখুর ঝরণার শরীর বেয়ে গলিত লাভার মতো পানির পতন দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা।

অশ্বখুর ঝরণা সাধারণত বছরের এই সময়টাতে দেখা যায় না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে মানুষ ও পশুপাখির কিছুটা ভোগান্তি হলেও প্রাণ ফিরে পেয়েছে ঝরণা। ফলে বিখ্যাত ‘অগ্নিঝরণা’ দেখারও সৌভাগ্য হলো অনেকের। 

এই অগ্নিঝরণা দেখা যায় সাধারণত ফেব্রুয়ারির শেষ নাগাদ বিকেলের দিকে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ থাকতে হয় এবং সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে ঝরণার পানির ওপর পড়তে হয়। তবেই দেখা যায় আগুনঝরা অশ্বখুর ঝরণা। 

চলতি বছরের শুরুর দিকে এই দৃশ্য দেখার জন্য পর্যটকদের এতোই চাপ ছিল যে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতে হয়েছিল। 

গত সোমবার পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে জানায়, ইয়োসেমাইট উপত্যকায় ৩৬ ঘণ্টায় ৬ ইঞ্চির (১৫২.৪ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। আর উপত্যকায় অধিতর উঁচু এলাকাগুলোতে কয়েক ফুট পর্যন্ত গভীর তুষারপাতও হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত