যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক নানা কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ক্যালিফোর্নিয়াতে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ফলে সম্প্রতি অনেক পর্যটকই বিখ্যাত ঝরণার দেখা পেয়েছেন। এল ক্যাপিটান পর্বতের অশ্বখুর ঝরণার শরীর বেয়ে গলিত লাভার মতো পানির পতন দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা।
অশ্বখুর ঝরণা সাধারণত বছরের এই সময়টাতে দেখা যায় না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে মানুষ ও পশুপাখির কিছুটা ভোগান্তি হলেও প্রাণ ফিরে পেয়েছে ঝরণা। ফলে বিখ্যাত ‘অগ্নিঝরণা’ দেখারও সৌভাগ্য হলো অনেকের।
এই অগ্নিঝরণা দেখা যায় সাধারণত ফেব্রুয়ারির শেষ নাগাদ বিকেলের দিকে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ থাকতে হয় এবং সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে ঝরণার পানির ওপর পড়তে হয়। তবেই দেখা যায় আগুনঝরা অশ্বখুর ঝরণা।
চলতি বছরের শুরুর দিকে এই দৃশ্য দেখার জন্য পর্যটকদের এতোই চাপ ছিল যে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতে হয়েছিল।
গত সোমবার পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে জানায়, ইয়োসেমাইট উপত্যকায় ৩৬ ঘণ্টায় ৬ ইঞ্চির (১৫২.৪ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। আর উপত্যকায় অধিতর উঁচু এলাকাগুলোতে কয়েক ফুট পর্যন্ত গভীর তুষারপাতও হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক নানা কারণেই পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ক্যালিফোর্নিয়াতে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ফলে সম্প্রতি অনেক পর্যটকই বিখ্যাত ঝরণার দেখা পেয়েছেন। এল ক্যাপিটান পর্বতের অশ্বখুর ঝরণার শরীর বেয়ে গলিত লাভার মতো পানির পতন দেখে মুগ্ধ হয়েছেন তাঁরা।
অশ্বখুর ঝরণা সাধারণত বছরের এই সময়টাতে দেখা যায় না। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে মানুষ ও পশুপাখির কিছুটা ভোগান্তি হলেও প্রাণ ফিরে পেয়েছে ঝরণা। ফলে বিখ্যাত ‘অগ্নিঝরণা’ দেখারও সৌভাগ্য হলো অনেকের।
এই অগ্নিঝরণা দেখা যায় সাধারণত ফেব্রুয়ারির শেষ নাগাদ বিকেলের দিকে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ থাকতে হয় এবং সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে ঝরণার পানির ওপর পড়তে হয়। তবেই দেখা যায় আগুনঝরা অশ্বখুর ঝরণা।
চলতি বছরের শুরুর দিকে এই দৃশ্য দেখার জন্য পর্যটকদের এতোই চাপ ছিল যে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষকে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতে হয়েছিল।
গত সোমবার পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে জানায়, ইয়োসেমাইট উপত্যকায় ৩৬ ঘণ্টায় ৬ ইঞ্চির (১৫২.৪ মিলিমিটার) বেশি বৃষ্টিপাত হয়েছে। আর উপত্যকায় অধিতর উঁচু এলাকাগুলোতে কয়েক ফুট পর্যন্ত গভীর তুষারপাতও হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হয়। আমরা ইতিমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি।’
২৫ মিনিট আগেমাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নেপাল সরকার। নতুন আইনের খসড়া অনুযায়ী, এভারেস্টে আরোহণের জন্য পর্বতারোহীদের নেপালের ভেতরে অন্তত ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ জয় করতে হবে।
৩৯ মিনিট আগেপেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ভারতের সমালোচনার মুখে পড়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে তীব্র আপত্তি প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগেকানাডার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নির্ধারণের জন্য দেশজুড়ে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। দলীয় সহকর্মী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র ছয় সপ্তাহ পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে