ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি আদালত। গত অক্টোবরে ৯ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান বুশরা বিবি। কিন্তু আজকের গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে, তিনি পুনরায় গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার নতুন মামলায় টানা ১০ দিন শুনানিতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই মামলা দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তবে ইমরান খান ও বুশরা বিবি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের জজ শাহরুখ আরজুমান্দ।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ইমরান খানের ‘চূড়ান্ত বিক্ষোভে’র আহ্বানে সাড়া দিয়ে ইসলামাবাদে অভিমুখে যাত্রা করেন হাজার হাজার পিটিআই কর্মী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই বিক্ষোভের নেতৃত্ব দেন।
২৭ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর পর আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে কমপক্ষে আটজন কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করে পিটিআই। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘বিক্ষোভে কোনো গুলি চালানো হয়নি এবং কোনো লাশ হাসপাতালে আসেনি। পিটিআই নেতারা ১০ থেকে ২০০ জন নিহত হওয়ার কথা বললেও এটি সত্য নয়।’
টানা তিন দিনের উত্তেজনা শেষে ২৭ নভেম্বর সন্ধ্যায় ইমরান খানের সমর্থকেরা রাজধানী ইসলামাবাদের রেড জোন ডি-চক এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। এরপর পিটিআই শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পালিয়ে যান বুশরা বিবি।
ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি আদালত। গত অক্টোবরে ৯ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান বুশরা বিবি। কিন্তু আজকের গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে, তিনি পুনরায় গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার নতুন মামলায় টানা ১০ দিন শুনানিতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই মামলা দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তবে ইমরান খান ও বুশরা বিবি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের জজ শাহরুখ আরজুমান্দ।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ইমরান খানের ‘চূড়ান্ত বিক্ষোভে’র আহ্বানে সাড়া দিয়ে ইসলামাবাদে অভিমুখে যাত্রা করেন হাজার হাজার পিটিআই কর্মী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই বিক্ষোভের নেতৃত্ব দেন।
২৭ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর পর আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে কমপক্ষে আটজন কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করে পিটিআই। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘বিক্ষোভে কোনো গুলি চালানো হয়নি এবং কোনো লাশ হাসপাতালে আসেনি। পিটিআই নেতারা ১০ থেকে ২০০ জন নিহত হওয়ার কথা বললেও এটি সত্য নয়।’
টানা তিন দিনের উত্তেজনা শেষে ২৭ নভেম্বর সন্ধ্যায় ইমরান খানের সমর্থকেরা রাজধানী ইসলামাবাদের রেড জোন ডি-চক এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। এরপর পিটিআই শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পালিয়ে যান বুশরা বিবি।
অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক আগেই আফগান দাবা ফেডারেশনকে কার্যত অচল করে দিয়েছে। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর, ফেডারেশনের অনেক কর্মকর্তা দেশ ছেড়ে পালান, কারণ তাঁরা প্রাণহানির আশঙ্কায় ছিলেন। তাঁদের অনুপস্থিতিতে তালেবান নিজেদের লোকদের ফেডারেশনের দায়িত্বে বসায়।
৩ মিনিট আগেগতকাল সুইজারল্যান্ডের জেনেভায় শুল্ক ইস্যু নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় দুপক্ষ। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কম
২২ মিনিট আগেসাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রক্রিয়া সম্পন্ন হতে মাসের পর মাস এমনকি বছরের পর বছর লেগে যায়, কিন্তু এই দলটির ক্ষেত্রে তা দ্রুত সম্পন্ন হয়েছে। সাধারণত এই প্রক্রিয়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের অধীনে সম্পন্ন হয়। তবে আফ্রিকানারদের ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখেনি বলে বিবিসিকে
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা রাজনীতিকদের সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। হাইকোর্টের সঙ্গে জিবি নিউজের আইনি লড়াইয়ের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাটি তাদের নিয়ম আরও কঠোর করতে চাচ্ছে।
২ ঘণ্টা আগে