পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের।
অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান।
সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন।
ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের।
অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান।
সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন।
ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৪ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৪ ঘণ্টা আগে