সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথুরে কাঠামো। অন্য সময় হলে হয়তো কাঠামোটিকে দৃষ্টিবিভ্রম বা মরীচিকা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ফটোগ্রাফার খালেদ আল-ইনাজির ক্যামেরায় দৃশ্যটি বন্দী হওয়ার পর সেটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-উলা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সাইট খুঁজে বের করার লক্ষ্যে আল-ইনাজি ড্রোন ব্যবহার করে মরুর বুকে ছবি তুলছিলেন। এমনটি করতে গিয়েই তাঁর ড্রোনের ক্যামেরায় অস্বাভাবিক গঠনের ছবি ধারণ করেন। এই অঞ্চলকে জর্ডানের প্রাচীন পেত্রা শহরের প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করে থাকেন প্রত্নতাত্ত্বিকেরা।
আল-ইনাজি সিএনএনকে বলেছেন, ‘আমি যখন এলাকাটির দৃশ্য রেকর্ড করছিলাম, তখন আমার সামনে পাহাড়ের মতো একটি দৃশ্য দেখা গেল। এর গঠন মরুর বুকে একটি মাছের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেছেন, ‘সম্ভবত আমি প্রথম ব্যক্তি নই যে এমন গঠনের পাথুরে আকৃতির মুখোমুখি হয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমিই প্রথম এম কৌতূহলোদ্দীপক আকৃতি দেখতে পেয়েছি। কারণ, একজন ফটোগ্রাফারের চোখ সাধারণ মানুষ যা দেখে না তা দেখতে পায়।’
ফটোগ্রাফার আল-ইনাজি কাঠামোটির নাম দিয়েছেন ‘মরুর পাথুরে মাছ’। চলতি বছরের জুনে আল-ইনাজির রেকর্ড করা ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে—পাথরের কাঠামোটি সোনার বালুর মধ্য দিয়ে সাঁতার কাটছে এমন একটি মাছের মতো। যার পিঠে পাখনাও রয়েছে, যা দেখে মনে হতে পারে—এটি একটি হাঙর হতে পারে, যা তার শিকারকে যেকোনো সময় তাড়া করতে পারে।
সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথুরে কাঠামো। অন্য সময় হলে হয়তো কাঠামোটিকে দৃষ্টিবিভ্রম বা মরীচিকা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ফটোগ্রাফার খালেদ আল-ইনাজির ক্যামেরায় দৃশ্যটি বন্দী হওয়ার পর সেটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-উলা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সাইট খুঁজে বের করার লক্ষ্যে আল-ইনাজি ড্রোন ব্যবহার করে মরুর বুকে ছবি তুলছিলেন। এমনটি করতে গিয়েই তাঁর ড্রোনের ক্যামেরায় অস্বাভাবিক গঠনের ছবি ধারণ করেন। এই অঞ্চলকে জর্ডানের প্রাচীন পেত্রা শহরের প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করে থাকেন প্রত্নতাত্ত্বিকেরা।
আল-ইনাজি সিএনএনকে বলেছেন, ‘আমি যখন এলাকাটির দৃশ্য রেকর্ড করছিলাম, তখন আমার সামনে পাহাড়ের মতো একটি দৃশ্য দেখা গেল। এর গঠন মরুর বুকে একটি মাছের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেছেন, ‘সম্ভবত আমি প্রথম ব্যক্তি নই যে এমন গঠনের পাথুরে আকৃতির মুখোমুখি হয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমিই প্রথম এম কৌতূহলোদ্দীপক আকৃতি দেখতে পেয়েছি। কারণ, একজন ফটোগ্রাফারের চোখ সাধারণ মানুষ যা দেখে না তা দেখতে পায়।’
ফটোগ্রাফার আল-ইনাজি কাঠামোটির নাম দিয়েছেন ‘মরুর পাথুরে মাছ’। চলতি বছরের জুনে আল-ইনাজির রেকর্ড করা ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে—পাথরের কাঠামোটি সোনার বালুর মধ্য দিয়ে সাঁতার কাটছে এমন একটি মাছের মতো। যার পিঠে পাখনাও রয়েছে, যা দেখে মনে হতে পারে—এটি একটি হাঙর হতে পারে, যা তার শিকারকে যেকোনো সময় তাড়া করতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৭ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৮ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৯ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
১০ ঘণ্টা আগে