সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথুরে কাঠামো। অন্য সময় হলে হয়তো কাঠামোটিকে দৃষ্টিবিভ্রম বা মরীচিকা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ফটোগ্রাফার খালেদ আল-ইনাজির ক্যামেরায় দৃশ্যটি বন্দী হওয়ার পর সেটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-উলা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সাইট খুঁজে বের করার লক্ষ্যে আল-ইনাজি ড্রোন ব্যবহার করে মরুর বুকে ছবি তুলছিলেন। এমনটি করতে গিয়েই তাঁর ড্রোনের ক্যামেরায় অস্বাভাবিক গঠনের ছবি ধারণ করেন। এই অঞ্চলকে জর্ডানের প্রাচীন পেত্রা শহরের প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করে থাকেন প্রত্নতাত্ত্বিকেরা।
আল-ইনাজি সিএনএনকে বলেছেন, ‘আমি যখন এলাকাটির দৃশ্য রেকর্ড করছিলাম, তখন আমার সামনে পাহাড়ের মতো একটি দৃশ্য দেখা গেল। এর গঠন মরুর বুকে একটি মাছের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেছেন, ‘সম্ভবত আমি প্রথম ব্যক্তি নই যে এমন গঠনের পাথুরে আকৃতির মুখোমুখি হয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমিই প্রথম এম কৌতূহলোদ্দীপক আকৃতি দেখতে পেয়েছি। কারণ, একজন ফটোগ্রাফারের চোখ সাধারণ মানুষ যা দেখে না তা দেখতে পায়।’
ফটোগ্রাফার আল-ইনাজি কাঠামোটির নাম দিয়েছেন ‘মরুর পাথুরে মাছ’। চলতি বছরের জুনে আল-ইনাজির রেকর্ড করা ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে—পাথরের কাঠামোটি সোনার বালুর মধ্য দিয়ে সাঁতার কাটছে এমন একটি মাছের মতো। যার পিঠে পাখনাও রয়েছে, যা দেখে মনে হতে পারে—এটি একটি হাঙর হতে পারে, যা তার শিকারকে যেকোনো সময় তাড়া করতে পারে।
সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথুরে কাঠামো। অন্য সময় হলে হয়তো কাঠামোটিকে দৃষ্টিবিভ্রম বা মরীচিকা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ফটোগ্রাফার খালেদ আল-ইনাজির ক্যামেরায় দৃশ্যটি বন্দী হওয়ার পর সেটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-উলা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সাইট খুঁজে বের করার লক্ষ্যে আল-ইনাজি ড্রোন ব্যবহার করে মরুর বুকে ছবি তুলছিলেন। এমনটি করতে গিয়েই তাঁর ড্রোনের ক্যামেরায় অস্বাভাবিক গঠনের ছবি ধারণ করেন। এই অঞ্চলকে জর্ডানের প্রাচীন পেত্রা শহরের প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করে থাকেন প্রত্নতাত্ত্বিকেরা।
আল-ইনাজি সিএনএনকে বলেছেন, ‘আমি যখন এলাকাটির দৃশ্য রেকর্ড করছিলাম, তখন আমার সামনে পাহাড়ের মতো একটি দৃশ্য দেখা গেল। এর গঠন মরুর বুকে একটি মাছের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেছেন, ‘সম্ভবত আমি প্রথম ব্যক্তি নই যে এমন গঠনের পাথুরে আকৃতির মুখোমুখি হয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমিই প্রথম এম কৌতূহলোদ্দীপক আকৃতি দেখতে পেয়েছি। কারণ, একজন ফটোগ্রাফারের চোখ সাধারণ মানুষ যা দেখে না তা দেখতে পায়।’
ফটোগ্রাফার আল-ইনাজি কাঠামোটির নাম দিয়েছেন ‘মরুর পাথুরে মাছ’। চলতি বছরের জুনে আল-ইনাজির রেকর্ড করা ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে—পাথরের কাঠামোটি সোনার বালুর মধ্য দিয়ে সাঁতার কাটছে এমন একটি মাছের মতো। যার পিঠে পাখনাও রয়েছে, যা দেখে মনে হতে পারে—এটি একটি হাঙর হতে পারে, যা তার শিকারকে যেকোনো সময় তাড়া করতে পারে।
নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
১ ঘণ্টা আগে১৯৬৩ সালে মাত্র ১৮ বছর বয়সে চোই মাল-জা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে সে সময় ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তাঁর হামলাকারীকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন চোই।
১ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৪ ঘণ্টা আগে