অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা যুদ্ধের লক্ষ্য কেবল হামাসকে পরাজিত করা নয় বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধান করা যাবে। আজ শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এই যুদ্ধ কেবল হামাসকে পরাজিত করাই নয় বরং ৭ অক্টোবরের মতো ঘটনা আর কখনো যেন না ঘটে তা নিশ্চিত করা। একই সঙ্গে আমাদের একটি ভালো ধারণা নিয়ে লড়াই করতে হবে...ভবিষ্যতের জন্য আরও ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং দেখাতে হবে তা অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্লিঙ্কেন আরও বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ‘মানুষকে আশা করার মতো কিছু দিতে পারে’ এবং এই অঞ্চলে বিস্তৃত এবং শক্তিশালী একটি জোট এটিকে সমর্থন করে।
হামাস ও ইসরায়েল যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার আগে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানায়, এবারের সফরে ইসরায়েলি সরকারের প্রতি লড়াই থামানোর আহ্বান জানাবেন ব্লিঙ্কেন। তবে এটি কোনো যুদ্ধবিরতি হবে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। এর বদলে ‘অস্থায়ী এবং স্থানীয়ভাবে’ লড়াই থামানোর কথা বলছেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা যুদ্ধে মানবিক বিরতির জন্য ওয়াশিংটনের ইচ্ছার কথা নেতানিয়াহুকে বলেছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, তবে ‘এটি কীভাবে তা গুরুত্বপূর্ণ’ বলেও জানিয়েছেন।
ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন ‘আমাদের ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও সতর্ক হতে হবে। যখন আমি তাঁদের দেখি, যখন আমি টিভি স্ক্রিনে তাঁদের চোখের দিকে তাকাই, তখন আমি আমার নিজের বাচ্চাদের দেখি। আমি কীভাবে তাঁদের জন্য না ভেবে পারি?’
গাজায় মানবিক যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির বিষয়েও ব্লিঙ্কেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাময়িক যুদ্ধবিরতিকে একটি উপায় হিসাবে দেখি.... এটি একটি ভালো পরিবেশ তৈরি করবে, যেখানে জিম্মিদের মুক্তি দেওয়া যেতে পারে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা যুদ্ধের লক্ষ্য কেবল হামাসকে পরাজিত করা নয় বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধান করা যাবে। আজ শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এই যুদ্ধ কেবল হামাসকে পরাজিত করাই নয় বরং ৭ অক্টোবরের মতো ঘটনা আর কখনো যেন না ঘটে তা নিশ্চিত করা। একই সঙ্গে আমাদের একটি ভালো ধারণা নিয়ে লড়াই করতে হবে...ভবিষ্যতের জন্য আরও ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং দেখাতে হবে তা অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্লিঙ্কেন আরও বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ‘মানুষকে আশা করার মতো কিছু দিতে পারে’ এবং এই অঞ্চলে বিস্তৃত এবং শক্তিশালী একটি জোট এটিকে সমর্থন করে।
হামাস ও ইসরায়েল যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার আগে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানায়, এবারের সফরে ইসরায়েলি সরকারের প্রতি লড়াই থামানোর আহ্বান জানাবেন ব্লিঙ্কেন। তবে এটি কোনো যুদ্ধবিরতি হবে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। এর বদলে ‘অস্থায়ী এবং স্থানীয়ভাবে’ লড়াই থামানোর কথা বলছেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা যুদ্ধে মানবিক বিরতির জন্য ওয়াশিংটনের ইচ্ছার কথা নেতানিয়াহুকে বলেছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, তবে ‘এটি কীভাবে তা গুরুত্বপূর্ণ’ বলেও জানিয়েছেন।
ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন ‘আমাদের ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও সতর্ক হতে হবে। যখন আমি তাঁদের দেখি, যখন আমি টিভি স্ক্রিনে তাঁদের চোখের দিকে তাকাই, তখন আমি আমার নিজের বাচ্চাদের দেখি। আমি কীভাবে তাঁদের জন্য না ভেবে পারি?’
গাজায় মানবিক যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির বিষয়েও ব্লিঙ্কেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাময়িক যুদ্ধবিরতিকে একটি উপায় হিসাবে দেখি.... এটি একটি ভালো পরিবেশ তৈরি করবে, যেখানে জিম্মিদের মুক্তি দেওয়া যেতে পারে।’
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৮ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১৩ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৬ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৭ ঘণ্টা আগে