Ajker Patrika

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পরিষ্কার করতে হলো রাস্তা 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২১: ২২
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পরিষ্কার করতে হলো রাস্তা 

সংযুক্ত আরব আমিরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তিন ব্যক্তিকে জরিমানা দেওয়ার পাশাপাশি পরিষ্কার করতে হয়েছে রাস্তা। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৫ লাখ টাকা) করে জরিমানা, তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। 

আজ রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্যভিক্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। 

আবুধাবির বিচারিক বিভাগ জানিয়েছে, আল-আইনের ট্রাফিক আদালত এমন নির্দেশনা দিয়েছেন। যাঁদের দিয়ে রাস্তা পরিষ্কার করানো হয়েছে তাঁরা আল-আইনে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন, সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছেন, পাবলিক রোডে বিপজ্জনক কর্মকাণ্ড করেছেন—এতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে। এ ছাড়া তাঁরা উচ্চ স্বরে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালিয়েছেন। 

আদালত তিন মাসের জন্য ওই তিনজনের ড্রাইভিং লাইসেন্স স্থগিত ও এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিনজনের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়টি ভাইরাল হয়। এরপর সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাঁদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত সব প্রমাণ দেখে রায় দেন, ওই তিনজন আইন ভঙ্গ করেছেন। আর আইন ভঙ্গ করার অভিযোগে প্রত্যেককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত