Ajker Patrika

আরও ৩ ভিসায় ওমরাহ, করা যাবে যতবার ইচ্ছা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৪
আরও ৩ ভিসায় ওমরাহ, করা যাবে যতবার ইচ্ছা

ওমরাহ ভিসা ছাড়াও আরও তিন ধরনের ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন বিশ্বের মুসলিমরা। তার চেয়ে বড় কথা, এখন থেকে যতবার ইচ্ছা ততবার ওমরাহ করা যাবে।

কোনো ভিজিট ভিসা, ট্যুুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা—এই তিন ধরনের যে কোনোটি সৌদি আরবে  তে ওমরাহ করা যাবে। সেই সঙ্গে সৌদি আরব ছাড়ার সময় যাতায়াতের পথ বা পরিবহনও পরিবর্তন করা যাবে। 

সৌদি আরবে পর্যটকদের জন্য সুবিধা বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে গালফ নিউজের প্রতিবেদনে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এই নতুন তথ্য তুলে ধরা হয়।

তবে এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময়, অর্থাৎ ওমরাহর সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। 

ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন। 

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে। 

শুধু তাই নয়, ওমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার। ভিনদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ করার আমন্ত্রণ জানাতে এবং তাঁদের জন্য ভিসার আবেদন করার সুযোগ সৌদি নাগরিকদের দেওয়া হয়েছে। 

গত মাসে ট্রানজিট ভিসার ব্যবস্থা করেছে সৌদি আরব। এই ভিসাধারীরা ওমরাহর পাশাপাশি, হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে পারবেন। চার দিনের এ ধরনের ভিসার মেয়াদ থাকবে ৯০ দিন। 

লাখ লাখ মানুষ যারা শারীরিক ও আর্থিক কারণে হজ করতে পারেন না, তাঁরা প্রতি বছর ওমরাহ করতে ভিড় জমান সৌদি আরবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত