স্থল অভিযানকে সামনে রেখে গাজার উত্তর অংশে বসবাস করা প্রায় ১১ লাখ মানুষকে দক্ষিণ অংশে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এ অবস্থায় উপত্যকার উত্তর অংশ থেকে দক্ষিণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি সরে যায়। তারপরও গাজার উত্তর অংশে তিন থেকে চার লাখ মানুষ রয়ে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস।
আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে লিন হেস্টিংস এই তথ্য দেন। তিনি আরও জানান, গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করছে; যা কি-না সামর্থ্যের তুলনায় আড়াই গুন বেশি।
গাজার বসবাস অঞ্চলগুলোর অর্ধেক বাড়ি-ঘরই ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে লিন জানান, আজ শুক্রবার উপত্যকায় সাহায্য পণ্য নিয়ে মাত্র ৮টি ট্রাক প্রবেশ করেছে। এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। কারণ সংঘাত শুরু হওয়ার একদিন আগেও সেখানে সাড়ে চার শ ট্রাক প্রবেশ করেছিল। এ অবস্থায় গাজায় অবস্থান করা ফিলিস্তিনিরা খাদ্য ও পানীয়ের তীব্র সংকটে রয়েছে।
লিন বলেন, ‘যেখানেই মানুষ সীমাহীন প্রয়োজন নিয়ে বসবাস করছে সেখানেই আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে।’
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—গাজায় বিধ্বস্ত হওয়া বাড়ি-ঘরের ধ্বংসাবশেষের নিচে অন্তত ১ হাজার মরদেহ চাপা পড়ে আছে। গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষদের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’
স্থল অভিযানকে সামনে রেখে গাজার উত্তর অংশে বসবাস করা প্রায় ১১ লাখ মানুষকে দক্ষিণ অংশে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এ অবস্থায় উপত্যকার উত্তর অংশ থেকে দক্ষিণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি সরে যায়। তারপরও গাজার উত্তর অংশে তিন থেকে চার লাখ মানুষ রয়ে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস।
আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে লিন হেস্টিংস এই তথ্য দেন। তিনি আরও জানান, গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করছে; যা কি-না সামর্থ্যের তুলনায় আড়াই গুন বেশি।
গাজার বসবাস অঞ্চলগুলোর অর্ধেক বাড়ি-ঘরই ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে লিন জানান, আজ শুক্রবার উপত্যকায় সাহায্য পণ্য নিয়ে মাত্র ৮টি ট্রাক প্রবেশ করেছে। এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। কারণ সংঘাত শুরু হওয়ার একদিন আগেও সেখানে সাড়ে চার শ ট্রাক প্রবেশ করেছিল। এ অবস্থায় গাজায় অবস্থান করা ফিলিস্তিনিরা খাদ্য ও পানীয়ের তীব্র সংকটে রয়েছে।
লিন বলেন, ‘যেখানেই মানুষ সীমাহীন প্রয়োজন নিয়ে বসবাস করছে সেখানেই আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে।’
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—গাজায় বিধ্বস্ত হওয়া বাড়ি-ঘরের ধ্বংসাবশেষের নিচে অন্তত ১ হাজার মরদেহ চাপা পড়ে আছে। গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষদের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে