আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম এবং এক অনন্য যোগাযোগের পরীক্ষাস্থল পবিত্র হজ। প্রতিবছর ১৮০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ পুণ্যভূমি সৌদি আরবে একত্র হন ইসলামের মৌলিক স্তম্ভ হজ পালন করতে। বিভিন্ন ভাষা, উপভাষা ও সংস্কৃতি থেকে আসা এসব মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই ছিল এক বিশাল চ্যালেঞ্জ।
তবে এবার এই চিত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটি ‘হজে যোগাযোগের নিয়মই বদলে দিচ্ছে’। আর এর কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনুবাদ প্রযুক্তি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হজের সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত—আরাফার খুতবা এবার সরাসরি অনুবাদ করা হয়েছে ৩৫টি ভাষায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি মানুষ এবং ময়দানে উপস্থিত প্রত্যেক হাজি নিজ নিজ মাতৃভাষায় শুনতে পেরেছেন ঐক্য, করুণা ও ইমানের বার্তা।
সাধারণত এত ভাষায় তাৎক্ষণিক অনুবাদ অসম্ভবই মনে হয়। তবে এবার সৌদি সরকারের তত্ত্বাবধানে ‘দুই পবিত্র মসজিদের সার্বিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র আওতায় পরিচালিত এআই প্রযুক্তি এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। সৌদির ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলছে, ‘অনুবাদ এখন কেবল প্রযুক্তিগত একটি ফিচার নয়, এটি আধ্যাত্মিক সেতুবন্ধন।’
‘স্মার্ট হজ’ ও ‘ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস’ নামে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় প্রতিটি ধাপে হাজিদের জন্য বহুভাষিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।
নুসুক অ্যাপ
এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটি তাৎক্ষণিকভাবে কথোপকথনের অনুবাদ করে। ফলে হাজিরা সাহায্য চাইতে, নিয়মকানুন বুঝতে এবং সাহায্যকারী বা ভলান্টিয়ার দলের সঙ্গে যোগাযোগে সক্ষম হন।
মানারা রোবট
এটি ১১টি ভাষায় ধর্মীয় দিকনির্দেশনাসহ প্রাসঙ্গিক ও সংবেদনশীল উত্তর দেয়।
মাঠপর্যায়ে এআই ডিভাইস
মাঠে থাকা টিমগুলো এমন প্রযুক্তি ব্যবহার করছে, যা ভাষা ও ছবি—উভয়ই বুঝে হাজিদের নিজ ভাষায় নির্ভুল যোগাযোগ নিশ্চিত করে।
মসজিদুল হারামে হাজিদের জন্য বিভিন্ন ভাষায় অনূদিত কোরআনের কপি বিতরণ করা হচ্ছে, যাতে তাঁরা পবিত্র বাণী নিজেদের ভাষায় বুঝে নিতে পারেন। এ ছাড়া হজ মৌসুমে জরুরি চিকিৎসা সহায়তা ও ভিড় ব্যবস্থাপনায়ও এআই অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে এটি প্রাণ বাঁচানোর মাধ্যমও হয়ে উঠেছে।
সৌদি সরকার বলছে, বাস্তব সময়ে অনুবাদকে হজ অভিজ্ঞতার কেন্দ্রে রেখে তারা একটি বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে প্রযুক্তি ইমানকে পরিপূরক করে তোলে, প্রতিস্থাপন নয়। যেখানে আগে যোগাযোগ ছিল একটি লজিস্টিক সমস্যা, এখন তা আত্মিক সংযোগের একটি সুযোগ। ভাষা পেরিয়ে আজ হৃদয়ও সংযুক্ত হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম এবং এক অনন্য যোগাযোগের পরীক্ষাস্থল পবিত্র হজ। প্রতিবছর ১৮০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ পুণ্যভূমি সৌদি আরবে একত্র হন ইসলামের মৌলিক স্তম্ভ হজ পালন করতে। বিভিন্ন ভাষা, উপভাষা ও সংস্কৃতি থেকে আসা এসব মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই ছিল এক বিশাল চ্যালেঞ্জ।
তবে এবার এই চিত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটি ‘হজে যোগাযোগের নিয়মই বদলে দিচ্ছে’। আর এর কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনুবাদ প্রযুক্তি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হজের সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত—আরাফার খুতবা এবার সরাসরি অনুবাদ করা হয়েছে ৩৫টি ভাষায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি মানুষ এবং ময়দানে উপস্থিত প্রত্যেক হাজি নিজ নিজ মাতৃভাষায় শুনতে পেরেছেন ঐক্য, করুণা ও ইমানের বার্তা।
সাধারণত এত ভাষায় তাৎক্ষণিক অনুবাদ অসম্ভবই মনে হয়। তবে এবার সৌদি সরকারের তত্ত্বাবধানে ‘দুই পবিত্র মসজিদের সার্বিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র আওতায় পরিচালিত এআই প্রযুক্তি এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। সৌদির ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলছে, ‘অনুবাদ এখন কেবল প্রযুক্তিগত একটি ফিচার নয়, এটি আধ্যাত্মিক সেতুবন্ধন।’
‘স্মার্ট হজ’ ও ‘ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস’ নামে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় প্রতিটি ধাপে হাজিদের জন্য বহুভাষিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।
নুসুক অ্যাপ
এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটি তাৎক্ষণিকভাবে কথোপকথনের অনুবাদ করে। ফলে হাজিরা সাহায্য চাইতে, নিয়মকানুন বুঝতে এবং সাহায্যকারী বা ভলান্টিয়ার দলের সঙ্গে যোগাযোগে সক্ষম হন।
মানারা রোবট
এটি ১১টি ভাষায় ধর্মীয় দিকনির্দেশনাসহ প্রাসঙ্গিক ও সংবেদনশীল উত্তর দেয়।
মাঠপর্যায়ে এআই ডিভাইস
মাঠে থাকা টিমগুলো এমন প্রযুক্তি ব্যবহার করছে, যা ভাষা ও ছবি—উভয়ই বুঝে হাজিদের নিজ ভাষায় নির্ভুল যোগাযোগ নিশ্চিত করে।
মসজিদুল হারামে হাজিদের জন্য বিভিন্ন ভাষায় অনূদিত কোরআনের কপি বিতরণ করা হচ্ছে, যাতে তাঁরা পবিত্র বাণী নিজেদের ভাষায় বুঝে নিতে পারেন। এ ছাড়া হজ মৌসুমে জরুরি চিকিৎসা সহায়তা ও ভিড় ব্যবস্থাপনায়ও এআই অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে এটি প্রাণ বাঁচানোর মাধ্যমও হয়ে উঠেছে।
সৌদি সরকার বলছে, বাস্তব সময়ে অনুবাদকে হজ অভিজ্ঞতার কেন্দ্রে রেখে তারা একটি বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে প্রযুক্তি ইমানকে পরিপূরক করে তোলে, প্রতিস্থাপন নয়। যেখানে আগে যোগাযোগ ছিল একটি লজিস্টিক সমস্যা, এখন তা আত্মিক সংযোগের একটি সুযোগ। ভাষা পেরিয়ে আজ হৃদয়ও সংযুক্ত হচ্ছে।
কাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন দেবরের ছেলে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক নারী। থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। থানায় দেবরের ছেলে সেই সম্পর্ক আর এগিয়ে নিতে না চাইলে নিজের কবজি কেটে ফেলেন ওই নারী। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটেছে এই ঘটনা।
১৮ মিনিট আগেদক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ১০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ২০ শতাংশ শুল্কসহ একাধিক ‘গুরুতর’ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা এই উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। আর এই লক্ষ্য অর্জনের
১৯ মিনিট আগেকিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে। সেখানে মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত আর রাশিয়ার তেল কিনবে না। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, ‘ভারত যদি এই কথা বলতে চায়, তাহলে তাদের বিশাল অঙ্কের শুল্ক
১ ঘণ্টা আগেহংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এ সময় একটি টহল গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি সাগরে পড়ে যায়। গাড়িতে থাকা দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হন। বিমানের চার ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে
১ ঘণ্টা আগে