Ajker Patrika

সৌদি জোটের হামলায় ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহী নিহত

সৌদি জোটের হামলায় ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহী নিহত

ইয়েমেনের মারিব শহরে সৌদি জোটের হামলায় ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সৌদি জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গত ৭২ ঘণ্টার অভিযানে মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে হামলায় বিদ্রোহীদের ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস এবং ২৬৪ জনের বেশি হুথি সদস্য নিহত হয়েছেন। 

তবে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি জোটের হামলায় হতাহতের বিষয়ে তেমন কোনো মন্তব্য করেনি। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। 

গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের মারিবে হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মারিবের দক্ষিণে ১৬০ হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। 

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়। হুথিরা রাজধানী সানা দখলে নেয়। হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরের বছর অর্থাৎ ২০১৫ সালের শুরুর দিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

পুতিন আনলেন নতুন পারমাণবিক অস্ত্র ‘পসাইডন’, ইইউর ঘুম হারাম

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

একাত্তরে ধর্ষণ–গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: বিএনপি নেতা আলাল

এলাকার খবর
Loading...