Ajker Patrika

মোদির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে ভারতের অন্তর্বর্তী বাজেট

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৪৩
মোদির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে ভারতের অন্তর্বর্তী বাজেট

চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের বছর হওয়ার পরও গত সপ্তাহে ভারতের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃচ্ছ্রসাধনের একটি বাজেট পেশ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলে ধারণা করা হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এবারের অন্তর্বর্তী বাজেটে তেমন কোনো জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সাধারণ ভোটারবান্ধব পদক্ষেপের পরিবর্তে নির্মলা সীতারমন খাদ্য, সার ও জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছেন। 

এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে, মোদির সরকার দরিদ্র কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি রুপি সরাসরি নগদ সহায়তা ঘোষণা করেছিল। আয়কর ছাড়ের আওতায় আনার কথা বলেছিল বেশিসংখ্যক মানুষের জন্য। 

কিন্তু সীতারমণ গত বুধবার বাজেট অধিবেশন শুরুর পর বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পর ঘোষণা করা হবে। তাঁর এ বক্তব্যে কে ক্ষমতায় আসছেন, তা নিয়ে সামান্য সন্দেহ রয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য বিশদ রোডম্যাপ তুলে ধরবে।’ 

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের আগে ‘বেশ আত্মবিশ্বাসী’। মোদি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের খুশি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী অ্যাজেন্ডার মূল অংশগুলো বাস্তবায়ন করছেন। 

বিজিপির সহসভাপতি তারিক মনসুর বলেছেন, ‘বিজেপি খুব ভালো করবে, কারণ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা রয়েছে। অর্থনীতির মতো আরও অনেক কারণ রয়েছে বিজিপির ভালো করার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত