Ajker Patrika

ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই: জয়শঙ্কর

‘দোহা ফোরামে’ প্যানেল আলোচনায় ভারতের এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
‘দোহা ফোরামে’ প্যানেল আলোচনায় ভারতের এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

ভারত কখনো ডি-ডলারাইজেশনের পক্ষে ছিল না এবং বর্তমানে ব্রিকস মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার দোহা ফোরামে এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘ভারত সব সময় বাস্তবসম্মত নীতিতে বিশ্বাস করে এবং ডি-ডলারাইজেশন নিয়ে কোনো পরিকল্পনা নেই।’ ডি-ডলারাইজেশন হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প হিসেবে ভিন্ন মুদ্রার ব্যবহার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এরপর থেকেই ডলারের বিকল্প হিসেবে ব্রিকস মুদ্রার বিষয়টি আলোচনায় আসে। এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘ব্রিকস দেশগুলোর মধ্যে এই বিষয়ে অভিন্ন কোনো অবস্থান নেই।’

তিনি আরও জানান, ‘প্রত্যেক দেশের স্বার্থ ভিন্ন হলেও আন্তর্জাতিক ইস্যুতে সবাই একসঙ্গে কাজ করে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সমঝোতার সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ দীর্ঘায়িত করার বদলে সমাধানের দিকে এগোনোর সময় এসেছে। ভারত মস্কো ও কিয়েভের মধ্যে যোগাযোগ রক্ষা করছে।’

কাতার সরকারের আয়োজনে দোহা ফোরামের এবারের সম্মেলনটি শুরু হয়েছে শুক্রবার। এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা কূটনীতি ও উদ্ভাবনী নীতিমালা তৈরিতে কাজ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত