বিভিন্ন দেশে সাইবার অপরাধের জালে ফেঁসে যাওয়া ৫৪০ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। গতকাল সোমবার উদ্ধার হওয়া ২৮৩ জনকে নিয়ে ভারত পৌঁছেছে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। আজ মঙ্গলবার আরও একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ জন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উচ্চ বেতনে চাকরির প্রলোভনে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। পরে ভাগ্যের ফেরে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে সাইবার প্রতারণার স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয় তাঁদের। সেসব স্ক্যাম সেন্টারে অবর্ণনীয় নির্যাতনের মুখে তাঁরা বাধ্য হয়েছেন সাইবার অপরাধে জড়াতে। পরে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় তাঁদের।
ভারতীয় দূতাবাস মিয়ানমার ও থাইল্যান্ড কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের প্রথমে থাইল্যান্ডের মায়ে সট শহরে আনা হয়, সেখান থেকে আকাশপথে দিল্লিতে পাঠানো হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চল (থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার) সাইবার অপরাধের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।
সম্প্রতি, থাইল্যান্ডে নিখোঁজ হন ওয়াং জিং নামের চীনা এক অভিনেতা। নানাভাবে তাঁকে খোঁজার পরও যখন সন্ধান মিলছিল না, তখন বাধ্য হয়ে তাঁর প্রেমিকা সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেন। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় তোলপাড়। বেইজিংয়ের চাপে নড়েচড়ে বসে থাই প্রশাসন। আর তারপরই সামনে আসে মিয়ানমারের এই অন্ধকার জগৎ।
বিদেশে চাকরির জন্য যাওয়ার আগে সেখানকার ভারতীয় মিশন, রিক্রুটিং এজেন্ট ও সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির প্রস্তাব যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদ থেকে এক এজেন্টকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় যুবকদের এই ধরনের প্রতারণায় জড়িত ছিলেন।
বিভিন্ন দেশে সাইবার অপরাধের জালে ফেঁসে যাওয়া ৫৪০ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। গতকাল সোমবার উদ্ধার হওয়া ২৮৩ জনকে নিয়ে ভারত পৌঁছেছে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। আজ মঙ্গলবার আরও একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ জন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উচ্চ বেতনে চাকরির প্রলোভনে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। পরে ভাগ্যের ফেরে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে সাইবার প্রতারণার স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয় তাঁদের। সেসব স্ক্যাম সেন্টারে অবর্ণনীয় নির্যাতনের মুখে তাঁরা বাধ্য হয়েছেন সাইবার অপরাধে জড়াতে। পরে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় তাঁদের।
ভারতীয় দূতাবাস মিয়ানমার ও থাইল্যান্ড কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের প্রথমে থাইল্যান্ডের মায়ে সট শহরে আনা হয়, সেখান থেকে আকাশপথে দিল্লিতে পাঠানো হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চল (থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার) সাইবার অপরাধের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।
সম্প্রতি, থাইল্যান্ডে নিখোঁজ হন ওয়াং জিং নামের চীনা এক অভিনেতা। নানাভাবে তাঁকে খোঁজার পরও যখন সন্ধান মিলছিল না, তখন বাধ্য হয়ে তাঁর প্রেমিকা সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেন। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় তোলপাড়। বেইজিংয়ের চাপে নড়েচড়ে বসে থাই প্রশাসন। আর তারপরই সামনে আসে মিয়ানমারের এই অন্ধকার জগৎ।
বিদেশে চাকরির জন্য যাওয়ার আগে সেখানকার ভারতীয় মিশন, রিক্রুটিং এজেন্ট ও সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির প্রস্তাব যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদ থেকে এক এজেন্টকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় যুবকদের এই ধরনের প্রতারণায় জড়িত ছিলেন।
এবার যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা ওষুধ ও সেমিকন্ডাক্টর পণ্যের ওপর শুল্ক আরোপে তদন্ত শুরু হচ্ছে। বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই শুল্ক আরোপ করা হবে। গত সোমবার দেশটির ফেডারেল রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেদেড় বছরের আগ্রাসনে ৫১ হাজার মানুষকে হত্যার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ অঞ্চলটির প্রতিরোধ সংগঠনগুলোকেও নিরস্ত্র করার শর্ত দেওয়া হয়েছে। তবে এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে হামাস।
৬ ঘণ্টা আগেওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি
৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে গোপন দেশটির সামরিক চৌকি এবং এবড়োখেবড়ো কাঁচা রাস্তা পেরিয়ে কোরীয় উপদ্বীপের শেষ প্রান্তে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি এবং একটি গভীরতম হ্রদ। উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরির মাউন্ট পাইকতু হলো কোরীয় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ। শুধু তাই নয়, যে উপাখ্যানের...
৮ ঘণ্টা আগে