Ajker Patrika

ভোটের আগে দুই কমিশনার পেল ভারতের নির্বাচন কমিশন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৭: ২২
ভোটের আগে দুই কমিশনার পেল ভারতের নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশনের নতুন দুই কমিশনার হিসেবে সুখবীর সিং সান্দু ও জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কমিশনার বাছাই সংক্রান্ত কমিটির সভায় এই দুজনকে চূড়ান্ত করা হয়। কমিটির সদস্য ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, আজ বৈঠক শেষে অধীর রঞ্জন চৌধুরী দিল্লিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান, নতুন দুই নির্বাচন কমিশনার বাছাই করতে ছয়জনের নাম উত্থাপন করা হয়েছিল বিভিন্ন পক্ষ থেকে। তাঁদের মধ্য থেকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি সুখবীর সিং সান্দু ও জ্ঞানেশ কুমারকে বাছাই করেন।

কংগ্রেসের এই নেতা অবশ্য অভিযোগ করে বলেছেন, ভারতের প্রধান বিচারপতির এই কমিটির সদস্য হওয়া উচিত ছিল। এ ছাড়া আইনমন্ত্রীর নেতৃত্বে অনুসন্ধান কমিটির সামনে আসা ২০০ জনের নামের মধ্য থেকে কীভাবে ছয়জনের নাম বাছাই করা হয়েছিল সে বিষয়েও কোনো স্পষ্টতা নেই।

উল্লেখ্য, ভারতের আইন মন্ত্রণালয় যে ছয়জনের নাম চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করেছিল তাঁরা হলেন উৎপল কুমার সিং, প্রদীপ কুমার ত্রিপাঠি, জ্ঞানেশ কুমার, ইন্দেবর পাণ্ডে, সুখবীর সিং সান্দু, সুধীর কুমার গঙ্গাধর রাহাতে। এই ছয়জনই ভারত সরকারের সাবেক আমলা।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতীয় নির্বাচন কমিশনের কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে অবসরে যান এবং তারপর গত ১৪ ফেব্রুয়ারি অপর কমিশনার অরুণ গোয়েল আকস্মিকভাবে পদত্যাগ করেন। তার পর থেকেই এই দুটি পদ খালি ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত