দিল্লি বিধানসভার ৭০টি বিধানসভা আসনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে এএপি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গত দুই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল। তবে এরপর থেকেই সরকার ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে পড়ে, যার মূল কেন্দ্র ছিল বাতিল হওয়া মদ নীতি।
আম আদমি পার্টির বিগত দুই আমলের ভুল-ত্রুটির কারণে বিজেপি এবারের নির্বাচনে জয়ের আশায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশাল জনসভা ও তাদের শক্তিশালী নির্বাচনী ব্যবস্থাপনা দলটিতে আশার আলো জোগাচ্ছে। দিল্লির রাজনীতির মূলস্রোত থেকে ১০ বছর দূরে থাকা কংগ্রেসও প্রত্যাবর্তনের আশায় রয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর একাধিক মন্ত্রী, বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী মনীশ সিসোদিয়া মাসের পর মাস জেলে ছিলেন। কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে এবং পরে তাঁর স্থলাভিষিক্ত হন আতিশী মারলেনা। তবে কেজরিওয়াল বলেছেন, জনগণের ‘সততার সার্টিফিকেট’ পাওয়ার পরই তিনি পুনরায় মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন।
বিভিন্ন ইস্যুতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তথা উপরাজ্যপালের সঙ্গে সংঘাতের কারণে এএপি সরকার কার্যত সীমাবদ্ধ হয়ে পড়েছে।
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে রায় দিয়েছে, নির্বাচিত সরকারের হাতে পূর্ণ ক্ষমতা থাকবে এবং উপরাজ্যপালের এখতিয়ার মাত্র তিনটি বিষয়ে—ভূমি, জননিরাপত্তা ও পুলিশ। কিন্তু কেন্দ্র সরকার একটি অধ্যাদেশ জারি করে উপরাজ্যপালকে আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে।
মনীশ সিসোদিয়া ও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ক্ষেত্রেও মূল ভূমিকা ছিল উপরাজ্যপালের অনুমোদিত মদ কেলেঙ্কারি তদন্তের। কেজরিওয়ালকে গত বছরের মার্চ মাসে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। মনীশ সিসোদিয়া ১৭ মাসের বেশি সময় ধরে কারাগারে ছিলেন।
এ ছাড়া, এএপির একাধিক মন্ত্রী ও নেতা যেমন—সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং আমানতুল্লাহ খানকেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগ আপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দলটির উত্থান হয়েছিল গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে।
এএপি তাঁর প্রথম দফার সরকার গঠনের মাত্র ৪৮ দিনের মাথায় কংগ্রেসের সঙ্গে জোট সরকার থেকে সরে এসেছিল। তবে ২০১৫ সালের নির্বাচনে কেজরিওয়াল দিল্লির জনগণের কাছে ক্ষমা চান এবং আরও একবার সুযোগ চান, প্রতিশ্রুতি দেন যে, তিনি পূর্ণ মেয়াদে মুখ্যমন্ত্রী থাকবেন।
দ্বিতীয়বার নিরঙ্কুশ জয় নিশ্চিত হয় শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নকেন্দ্রিক শাসন মডেলের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও এটিকে ‘রাবড়ি সংস্কৃতি’ বলে কটাক্ষ করেছিলেন। তবে দিল্লির এই মডেল এএপিকে পাঞ্জাবেও সাফল্য এনে দেয় এবং অন্যান্য রাজ্যেও তাদের অবস্থান শক্তিশালী করে। এই ফলাফল দলটিকে জাতীয় দলের স্বীকৃতি পেতে সহায়তা করে।
এ মুহূর্তে দিল্লির নির্বাচনে পরাজয় এএপির জন্য বড় ধাক্কা হবে। আর সব প্রতিকূলতা সত্ত্বেও বিজয় তাদের বিজেপির বিরুদ্ধে এক দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে।
দিল্লি বিধানসভার ৭০টি বিধানসভা আসনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে এএপি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গত দুই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল। তবে এরপর থেকেই সরকার ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে পড়ে, যার মূল কেন্দ্র ছিল বাতিল হওয়া মদ নীতি।
আম আদমি পার্টির বিগত দুই আমলের ভুল-ত্রুটির কারণে বিজেপি এবারের নির্বাচনে জয়ের আশায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশাল জনসভা ও তাদের শক্তিশালী নির্বাচনী ব্যবস্থাপনা দলটিতে আশার আলো জোগাচ্ছে। দিল্লির রাজনীতির মূলস্রোত থেকে ১০ বছর দূরে থাকা কংগ্রেসও প্রত্যাবর্তনের আশায় রয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর একাধিক মন্ত্রী, বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী মনীশ সিসোদিয়া মাসের পর মাস জেলে ছিলেন। কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে এবং পরে তাঁর স্থলাভিষিক্ত হন আতিশী মারলেনা। তবে কেজরিওয়াল বলেছেন, জনগণের ‘সততার সার্টিফিকেট’ পাওয়ার পরই তিনি পুনরায় মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন।
বিভিন্ন ইস্যুতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তথা উপরাজ্যপালের সঙ্গে সংঘাতের কারণে এএপি সরকার কার্যত সীমাবদ্ধ হয়ে পড়েছে।
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে রায় দিয়েছে, নির্বাচিত সরকারের হাতে পূর্ণ ক্ষমতা থাকবে এবং উপরাজ্যপালের এখতিয়ার মাত্র তিনটি বিষয়ে—ভূমি, জননিরাপত্তা ও পুলিশ। কিন্তু কেন্দ্র সরকার একটি অধ্যাদেশ জারি করে উপরাজ্যপালকে আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে।
মনীশ সিসোদিয়া ও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ক্ষেত্রেও মূল ভূমিকা ছিল উপরাজ্যপালের অনুমোদিত মদ কেলেঙ্কারি তদন্তের। কেজরিওয়ালকে গত বছরের মার্চ মাসে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। মনীশ সিসোদিয়া ১৭ মাসের বেশি সময় ধরে কারাগারে ছিলেন।
এ ছাড়া, এএপির একাধিক মন্ত্রী ও নেতা যেমন—সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং আমানতুল্লাহ খানকেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগ আপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দলটির উত্থান হয়েছিল গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে।
এএপি তাঁর প্রথম দফার সরকার গঠনের মাত্র ৪৮ দিনের মাথায় কংগ্রেসের সঙ্গে জোট সরকার থেকে সরে এসেছিল। তবে ২০১৫ সালের নির্বাচনে কেজরিওয়াল দিল্লির জনগণের কাছে ক্ষমা চান এবং আরও একবার সুযোগ চান, প্রতিশ্রুতি দেন যে, তিনি পূর্ণ মেয়াদে মুখ্যমন্ত্রী থাকবেন।
দ্বিতীয়বার নিরঙ্কুশ জয় নিশ্চিত হয় শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নকেন্দ্রিক শাসন মডেলের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও এটিকে ‘রাবড়ি সংস্কৃতি’ বলে কটাক্ষ করেছিলেন। তবে দিল্লির এই মডেল এএপিকে পাঞ্জাবেও সাফল্য এনে দেয় এবং অন্যান্য রাজ্যেও তাদের অবস্থান শক্তিশালী করে। এই ফলাফল দলটিকে জাতীয় দলের স্বীকৃতি পেতে সহায়তা করে।
এ মুহূর্তে দিল্লির নির্বাচনে পরাজয় এএপির জন্য বড় ধাক্কা হবে। আর সব প্রতিকূলতা সত্ত্বেও বিজয় তাদের বিজেপির বিরুদ্ধে এক দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
২ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
২ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৫ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৫ ঘণ্টা আগে