Ajker Patrika

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া সরকার। তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে বলকান দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 
 
ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়া এবং বুলগেরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এই বহিষ্কার ঘোষণা আসল। এ সময় মস্কোর ঘনিষ্ঠ মিত্র ছিল বুলগেরিয়া। কিন্তু দেশটি একটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য রাষ্ট্র। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুলগেরিয়া গত মাসে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। 

বুলগেরিয়া সরকার বলছে, কূটনৈতিক অবস্থানের সঙ্গে বেমানান কার্যকলাপের কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া রুশ রাষ্ট্রদূতের অকূটনৈতিক ও অভদ্র মন্তব্য নিয়ে পরামর্শের জন্য মস্কো থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে বুলগেরিয়া। 

একটি বিবৃতিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সোফিয়াতে রাশিয়ান দূতাবাসের একজন কূটনীতিক অনিয়ন্ত্রিত গোয়েন্দা কার্যকলাপে জড়িত ছিলেন। 

 এর আগে বুলগেরিয়ার প্রসিকিউটররা বলেছিলেন যে তারা রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার দুই কর্মকর্তা এবং একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করছেন। 

এ নিয়ে বুলগেরিয়ার রুশ দূতাবাসের কোনো বক্তব্য পায়নি রয়টার্স ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত