Ajker Patrika

রুশ হামলায় বিধ্বস্ত মারিউপোল, আরও পশ্চিমা নিষেধাজ্ঞার পরিকল্পনা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১: ১২
রুশ হামলায় বিধ্বস্ত মারিউপোল, আরও পশ্চিমা নিষেধাজ্ঞার পরিকল্পনা

ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার তীব্র বিমান হামলায় শহরটি ‘বিধ্বস্ত’ হয়ে মৃত নগরীতে পরিণত হয়েছে। মঙ্গলবার মারিউপোলের সিটি কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইউক্রেনে হামলা চালানোয় মস্কোকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে। বুধবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মারিউপোলের রাস্তায় রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়েছে এবং বোমা হামলা হয়েছে। রাশিয়ার দেওয়া আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যানের মাত্র এক দিন পরই এই হামলা তীব্র করা হলো। দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশঙ্কা, মারিউপোলে খাদ্য, পানি, বিদ্যুৎসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে এবং এরই মধ্যে কয়েক হাজার মানুষ সেখানকার আবাসিক ভবনগুলোর ভেতরে আটকা পড়েছে। 

এদিকে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক নেতার বরাত দিয়ে দেশটির একটি বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ও তাদের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শহরটির প্রায় অর্ধেক দখল করে নিয়েছে। শহরটিতে প্রায় ৪ লাখ লোক বাস করত। 

মারিউপোলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভিডিও ভাষণে বলেছেন, ‘সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।’ 

মারিউপোলের ডেপুটি মেয়র সের্গেই অরলভ সিএনএনকে বলেছেন, ‘শহরটি সম্পূর্ণভাবে রাশিয়ার অবরোধের মধ্যে ছিল এবং কোনো ধরনের মানবিক সহায়তা পায়নি। শহরটি ক্রমাগত বোমাবর্ষণের শিকার। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ বোমা হামলা করা হয় রাশিয়ার যুদ্ধবিমানগুলো থেকে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত