Ajker Patrika

ট্রাম্পের ওপর হামলার পরিবেশ তৈরি করেছে বাইডেন প্রশাসন: রাশিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৯: ৪৭
Thumbnail image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করার ঘটনায় মার্কিন প্রশাসনকে সরাসরি দায়ী করেনি রাশিয়া। তবে হামলার এমন পরিবেশ তৈরি বিশ্বাস করার জন্য বাইডেন প্রশাসনের রায় রয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে দেশটি। 

রোববার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি না ট্রাম্পের হত্যাচেষ্টা বর্তমান প্রশাসনের দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু আমেরিকার ইদানীংকালের কার্যকলাপ প্রার্থী ট্রাম্পের চারপাশের পরিবেশকে উসকে দিয়েছে।’ 

পেসকভ ট্রাম্পের কিছু রিপাবলিকান মিত্রদের বক্তব্যকে প্রতিধ্বনি করেছেন। ঘটনার পর ট্রাম্পের মিত্ররা বাইডেনকেই এর জন্য দোষারোপ করেছিলেন। 

ট্রাম্পকে গুলি করার পরিবেশ কীভাবে তৈরি করা হয়েছে, সেই ব্যাখাও দিয়েছেন পেসকভ। তিনি বলেছেন, ‘প্রথমে আইনকে হাতিয়ার করে ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার অসংখ্য চেষ্টার পর, আদালতে তাঁকে রাজনৈতিকভাবে অসম্মান ও আপসের চেষ্টা—এসব বিষয় দেখে তাঁর প্রাণ শঙ্কার বিষয়টি পর্যবেক্ষকেরা আগেই ধারণা করেছিলেন।’ 

পেসকভ আরও বলেন, ‘ঘটনার জন্য ট্রাম্পকে ফোন করার কোনো পরিকল্পনা নেই পুতিনের।’ 

ট্রাম্পের ওপর হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের বৈধতাকে প্রভাবিত করতে পারে কি-না, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এটা বিচার করা আমাদের জন্য নয়। আমাদের হস্তক্ষেপের সামান্যতম ইচ্ছাও নেই। এটি একটি মার্কিন বিষয়।’ 

এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তা না দিয়ে এর বদলে দেশের ভেতরের আইন প্রয়োগকে উন্নত করার জন্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক টেলিগ্রাম বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ওই পরামর্শ দেন। 

 ২০২২ সালে ইউক্রেনে মস্কোর হামলার পর থেকে স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও আমেরিকার মধ্যে তিক্ততা নতুন উচ্চতায় পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত