Ajker Patrika

বাম পায়ের বদলে ডান পা কেটে জরিমানা চিকিৎসকের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৩
বাম পায়ের বদলে ডান পা কেটে জরিমানা চিকিৎসকের

বাম পায়ের পরিবর্তে রোগী ডান পা কেটে জরিমানা গুনতে হচ্ছে এক চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত ওই চিকিৎসককে জরিমানা করেছেন। গতকাল বুধবার অস্ট্রিয়ার লিনজ শহরের একটি আদালত অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।   
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পায়ের সমস্যা নিয়ে গত মে মাসে অস্ট্রিয়ার ফ্রেইটাড শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তবে অপারেশনের সময় ওই চিকিৎসক তার বাম পা না কেটে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। চিকিৎসকের এই ভুল দুই দিন পর বুঝতে পারেন ভুক্তভোগী রোগী। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। 

অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৩ বছর বয়সী নারী ওই চিকিৎসকে আদালত ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা। 

ভুল চিকিৎসার শিকার সেই বয়স্ক রোগী মামলা করার পর মারা গেছেন। বুধবার তাঁর বিধবা স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণও দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। 

অভিযুক্ত ওই চিকিৎসক দাবি করেছেন, অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলে ত্রুটি ছিল। 

এই ঘটনার পর ওই চিকিৎসক অন্য ক্লিনিকে চাকরি নেন বলে জানা গেছে। অস্ট্রিয়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ওই চিকিৎসক। দুর্ঘটনার পর ওই ক্লিনিকের দাবি ছিল, দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল হিসেবে এই ঘটনা ঘটেছে। এমনকি সেখানকার পরিচালক সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত