গাজার সংকটকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোতে ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ইহুদি সম্প্রদায়ের নেতারা। সর্বশেষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি ইহুদি সমাধিস্থলে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভিয়েনার ইহুদি সম্প্রদায়ের নেতা অস্কার ডয়েচ গত বুধবার এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি ভাঙচুরের পর সেই সমাধিস্থলের বিধ্বস্ত ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সব ছবি থেকে দেখা গেছে, সমাধিস্থল এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অস্কার ডয়চে লেখেন, ‘কেন্দ্রীয় সমাধিস্থল ইহুদিদের জন্য নির্ধারিত অংশে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিকেলে আনুষ্ঠানিক প্রার্থনা ভবন জ্বালিয়ে দেওয়া হয়। ভবনের বাইরের দেয়ালে এঁকে দেওয়া হয় স্বস্তিকা চিহ্ন। অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ তিনি দাবি করেছেন, ইউরোপের বিভিন্ন অংশে ইহুদিবিদ্বেষ ক্রমেই বাড়ছে।
ভিয়েনার অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র জেরাল্ড শিম্প্ফ সংবাদমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার রাতের কোনো একটা সময়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে। কিন্তু খবর পেয়ে পরদিন ভোরে যখন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পৌঁছায়, ততক্ষণে আগুন নিভে যায়।
ভিয়েনা স্টেট পুলিশ জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অস্ট্রিয়ার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাঁরা এখনো গভীরভাবে বিষয়টি তদন্ত করছেন। তবে ভিয়েনা কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে, কারা আগুন লাগিয়েছে—এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
গাজার সংকটকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোতে ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ইহুদি সম্প্রদায়ের নেতারা। সর্বশেষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি ইহুদি সমাধিস্থলে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভিয়েনার ইহুদি সম্প্রদায়ের নেতা অস্কার ডয়েচ গত বুধবার এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি ভাঙচুরের পর সেই সমাধিস্থলের বিধ্বস্ত ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সব ছবি থেকে দেখা গেছে, সমাধিস্থল এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অস্কার ডয়চে লেখেন, ‘কেন্দ্রীয় সমাধিস্থল ইহুদিদের জন্য নির্ধারিত অংশে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিকেলে আনুষ্ঠানিক প্রার্থনা ভবন জ্বালিয়ে দেওয়া হয়। ভবনের বাইরের দেয়ালে এঁকে দেওয়া হয় স্বস্তিকা চিহ্ন। অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ তিনি দাবি করেছেন, ইউরোপের বিভিন্ন অংশে ইহুদিবিদ্বেষ ক্রমেই বাড়ছে।
ভিয়েনার অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র জেরাল্ড শিম্প্ফ সংবাদমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার রাতের কোনো একটা সময়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে। কিন্তু খবর পেয়ে পরদিন ভোরে যখন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পৌঁছায়, ততক্ষণে আগুন নিভে যায়।
ভিয়েনা স্টেট পুলিশ জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অস্ট্রিয়ার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাঁরা এখনো গভীরভাবে বিষয়টি তদন্ত করছেন। তবে ভিয়েনা কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে, কারা আগুন লাগিয়েছে—এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে