অনলাইন ডেস্ক
পরীক্ষামূলকভাবে একটি পাইলট প্রোগ্রামের আওতায় বিনোদনমূলক ব্যবহারের জন্য কোকেনের বিক্রি বৈধ করবে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহর। মজার বিষয় হলো—দেশে ব্যাপক হারে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সীমিত করতেই একটি নিয়ন্ত্রিত এবং নিরাপদ বিকল্প হিসেবে ওই উদ্যোগের কথা ভাবা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক বৈধ করার প্রস্তাবটি ইতিমধ্যে বার্নের স্থানীয় সংসদ থেকে সমর্থন পেয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য ফেডারেল আইনে পরিবর্তন প্রয়োজন হবে।
নতুন উদ্যোগের বিষয়ে এর পক্ষের মানুষেরা যুক্তি দিচ্ছেন, দেশটির মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বৈধকরণের মতো ব্যতিক্রমী পন্থা মাদকের বাজারে আরও ভালো নিয়ন্ত্রণ আনতে পারে এবং নিরাপদ ব্যবহারের পথ সুগম করতে পারে।
বার্ন শহর কাউন্সিলের বিকল্প বাম দলের সদস্য ইভা চেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন আমাদের নতুন ধারণা দেখতে হবে। নিয়ন্ত্রণ এবং আইনি পন্থা দমনের চেয়ে ভালো কাজ করতে পারে।’
এই পদক্ষেপটিকে মাদক নীতির বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবেও ভাবা হচ্ছে। কারণ মার্কিন অঙ্গরাজ্যগুলোসহ ক্রমবর্ধমান হারে অনেক দেশই গাঁজা বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।
স্পেন, ইতালি এবং পর্তুগাল সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই মাদকদ্রব্য রাখার অপরাধে কারাদণ্ড প্রদানের মতো নীতি থেকে সরে এসেছে।
এক গবেষণায় দেখা গেছে—জুরিখ, বাসেল এবং জেনেভা সহ সুইজারল্যান্ডের ধনি শহরগুলো মাদক ব্যবহারের দিক দিয়ে শীর্ষ ইউরোপীয় শহরগুলোর মধ্যে রয়েছে। সুলভ মূল্যে পাওয়া যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বার্নেও মাদক ব্যবহারের প্রবণতা বেড়েছে।
তবে এ ধরনের উদ্যোগের সমালোচকেরা স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলোকে সামনে আনছেন। তাঁদের মতে, বৈধতা মাদকের আসক্তি বাড়িয়ে দিতে পারে এবং এর ফলে হৃদ্রোগ, স্ট্রোক, বিষণ্নতা ও উদ্বেগ সহ গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হতে পারে।
তবে পাইলট কর্মসূচির প্রবক্তাদের ভাষ্য হলো—মাদকের ব্যাপক ব্যবহারের বাস্তবতা স্বীকার করতে হবে।
পরীক্ষামূলকভাবে একটি পাইলট প্রোগ্রামের আওতায় বিনোদনমূলক ব্যবহারের জন্য কোকেনের বিক্রি বৈধ করবে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহর। মজার বিষয় হলো—দেশে ব্যাপক হারে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সীমিত করতেই একটি নিয়ন্ত্রিত এবং নিরাপদ বিকল্প হিসেবে ওই উদ্যোগের কথা ভাবা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক বৈধ করার প্রস্তাবটি ইতিমধ্যে বার্নের স্থানীয় সংসদ থেকে সমর্থন পেয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য ফেডারেল আইনে পরিবর্তন প্রয়োজন হবে।
নতুন উদ্যোগের বিষয়ে এর পক্ষের মানুষেরা যুক্তি দিচ্ছেন, দেশটির মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বৈধকরণের মতো ব্যতিক্রমী পন্থা মাদকের বাজারে আরও ভালো নিয়ন্ত্রণ আনতে পারে এবং নিরাপদ ব্যবহারের পথ সুগম করতে পারে।
বার্ন শহর কাউন্সিলের বিকল্প বাম দলের সদস্য ইভা চেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন আমাদের নতুন ধারণা দেখতে হবে। নিয়ন্ত্রণ এবং আইনি পন্থা দমনের চেয়ে ভালো কাজ করতে পারে।’
এই পদক্ষেপটিকে মাদক নীতির বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবেও ভাবা হচ্ছে। কারণ মার্কিন অঙ্গরাজ্যগুলোসহ ক্রমবর্ধমান হারে অনেক দেশই গাঁজা বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।
স্পেন, ইতালি এবং পর্তুগাল সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই মাদকদ্রব্য রাখার অপরাধে কারাদণ্ড প্রদানের মতো নীতি থেকে সরে এসেছে।
এক গবেষণায় দেখা গেছে—জুরিখ, বাসেল এবং জেনেভা সহ সুইজারল্যান্ডের ধনি শহরগুলো মাদক ব্যবহারের দিক দিয়ে শীর্ষ ইউরোপীয় শহরগুলোর মধ্যে রয়েছে। সুলভ মূল্যে পাওয়া যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বার্নেও মাদক ব্যবহারের প্রবণতা বেড়েছে।
তবে এ ধরনের উদ্যোগের সমালোচকেরা স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলোকে সামনে আনছেন। তাঁদের মতে, বৈধতা মাদকের আসক্তি বাড়িয়ে দিতে পারে এবং এর ফলে হৃদ্রোগ, স্ট্রোক, বিষণ্নতা ও উদ্বেগ সহ গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হতে পারে।
তবে পাইলট কর্মসূচির প্রবক্তাদের ভাষ্য হলো—মাদকের ব্যাপক ব্যবহারের বাস্তবতা স্বীকার করতে হবে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ, বিশেষত ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অভিযোগের কারণে ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করছেন
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মেক্সিকো তাদের উত্তরের সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সিউদাদ হুয়ারেজ ও টেক্সাসের এল পাসোর মধ্যবর্তী সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
৫ ঘণ্টা আগেফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকালে দেওজির এক্স অ্যাকাউন্ট থেকে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি তাঁর অফিসে বসে আছেন এবং একটি কাগজে ডলারের সাইনসহ তাঞ্জানিয়া লেখা একটি কাগজ ধরে আছেন। ওই কাগজে লেখা সংকেতটি ছিল মূলত একটি ক্রিপটো কারেন্সির...
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন, যেন গাজার যে কোনো বাসিন্দা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি ট্রাম্প বলেছেন—
৭ ঘণ্টা আগে