Ajker Patrika

খেরসন থেকে ৬০ হাজার লোককে সরিয়ে নেবে রাশিয়া

খেরসন থেকে ৬০ হাজার লোককে সরিয়ে নেবে রাশিয়া

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন থেকে ৫০ থেকে ৬০ হাজার লোককে সরিয়ে নেওয়া হবে। খেরসনে রাশিয়া নিযুক্ত প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির সালদো বলেছেন—‘নিপার নদীর পশ্চিম তীরে খেরসনের অংশ থেকে প্রথমে লোকজনকে সরিয়ে পূর্ব তীরে নেওয়া হবে। পরে সেখান থেকে তাদের রাশিয়ার মূল ভূখণ্ডে নেওয়া হবে।’ সালদো আরও বলেছেন, ‘প্রতিদিন ১০ হাজার করে লোক সরিয়ে নেওয়া হবে।’

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সাত দিন কোনো বেসামরিক নাগরিককে খেরসনে প্রবেশ করতে দেওয়া হবে না। ভ্লাদিমির সালদো যেকোনো মূল্যে খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা কোনোভাবে খেরসনে শহরটিকে কারও হাতে তুলে দেব না।’

এদিকে, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল পুনরুদ্ধারে তীব্র লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়া খেরসনকে নিজেদের অংশ বলে ঘোষণার পর থেকে ইউক্রেনের বাহিনী অঞ্চলটির দিকে অগ্রসর হয় এবং অধিকৃত এই অঞ্চলের ওপর থেকে ক্রমশ দখল হারাতে শুরু করে মস্কো। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, খেরসনে অনেকটা বেকায়দায় রুশ বাহিনী। ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার কমান্ডার সের্গেই সুরোভিকিন বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল সুরোভিকিন বলেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স রকেট দিয়ে খেরসনের অবকাঠামো ও আবাসিক এলাকায় আঘাত হানছে। এ অবস্থায় সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করবে রুশ সামরিক বাহিনী। বিশেষ সামরিক অভিযানের পুরো এলাকাজুড়েই উত্তেজনা রয়েছে বলেও জানান জেনারেল সুরোভিকিন।

তাঁর এই বক্তব্য ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের সংকটে থাকার বিরল এক স্বীকারোক্তি। এর আগে শীর্ষ একজন আঞ্চলিক কর্মকর্তাও এ ধরনের মন্তব্য করেছিলেন। রুশ সমর্থিত কর্মকর্তা কিরিল স্তেরেমোসভ খেরসনের বাসিন্দাদের সতর্ক করে বলেছিলেন, খুব তাড়াতাড়ি ইউক্রেনের সৈন্যরা খেরসনে হামলা শুরু করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত