Ajker Patrika

সপ্তাহে চার দিন কাজের বিপক্ষে বেশির ভাগ জার্মান

ডয়চে ভেলে
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৯: ৫৩
সপ্তাহে চার দিন কাজের বিপক্ষে বেশির ভাগ জার্মান

জার্মানির অর্ধেকের বেশি বাসিন্দা মনে করেন, সপ্তাহে চার দিন কাজের নিয়ম ভালো কোনো পরিকল্পনা নয়। তবে এ বিষয়ে মত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ভিন্নতা দেখা গেছে।

জার্মান ম্যাগাজিন ‘স্ট্যার্ন’-এর পক্ষ থেকে এ বিষয়ে জরিপ করেছে গবেষণা সংস্থা ফোরসা ইনস্টিটিউট। জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। এতে অংশ নেওয়া জার্মানির ৫৫ শতাংশ বাসিন্দা বলেন, সপ্তাহে চার দিন কাজের পরিকল্পনা বাস্তবসম্মত নয়।

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য যেগুলো আগে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল, সেখানকার বাসিন্দারা এই পরিকল্পনা সম্পর্কে সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করেছেন। পূর্বাঞ্চলীয় রাজ্যের ৬২ শতাংশ বাসিন্দা চার দিনের কাজের নিয়ম চালুর বিপক্ষে মত দেন। পশ্চিমের রাজ্যগুলোতে এই হার ৫৪ শতাংশ।

বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেও এ বিষয়ে ভিন্নতা দেখা গেছে। যেমন সবুজ দলের সমর্থকদের ৬৯ শতাংশ এই নিয়ম চালুর পক্ষে। আর বিপক্ষে আছেন ২৯ শতাংশ সমর্থক।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) মাত্র ৪৩ শতাংশ সমর্থক এই নিয়ম চালুর পক্ষে। আর ৫৩ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

চার দিনের কাজের মডেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ব্যবসাবান্ধব দল এফডিপির সমর্থকেরা। তাঁদের ৭৬ শতাংশ এই নিয়ম চান না।

বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ইতিমধ্যে সপ্তাহে চার দিন কাজের মডেল পরীক্ষা করে দেখেছে। এর ফলে কর্মীদের চাপ কমে এবং কাজ-চাকরির ভারসাম্যটা ভালো হয় বলে এসব পরীক্ষায় পাওয়া গেছে।

ইউরোপের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন জার্মানির আইজি মেটাল ওয়ার্কার্স ইউনিয়নসহ আরও কয়েকটি সংস্থা এমন মডেল চালুর প্রস্তাব দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত