Ajker Patrika

আবার কিয়েভে ‘কামিকাজে ড্রোন’ হামলা চালাল রাশিয়া

আবার কিয়েভে ‘কামিকাজে ড্রোন’ হামলা চালাল রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার ‘কামিকাজে ড্রোন’ হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে কিয়েভের শেভচেনকিভস্কি শহরে তিনটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এয়ার সাইরেন দিয়ে হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্টের চীফ অফ স্টাফ আন্দ্রেই ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘রুশ বাহিনী হয়তো মনে করতে পারে এই হামলা তাদের যুদ্ধে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এমন আচরণ তাদের হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।’ 

এদিকে শেভচেনকিভস্কি শহরের মেয়র ভিটালি ক্লিতশ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘হামলার জায়গায় সব ধরনের সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’ 

এর আগে গত ১৩ অক্টোবর ইরানের তৈরি ‘কামিকাজে ড্রোন’ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া। এ ছাড়া রুশ বাহিনী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এসব হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া-ক্রিমিয়ার প্রধান সেতুতে হামলার পাল্টা জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। তবে গত শুক্রবার তিনি বলেছেন, ‘আপাতত ইউক্রেনে বড় ধরনের কোনো হামলা চালানোর প্রয়োজন নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত