Ajker Patrika

বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় অন্তত ৭ জনের মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩: ৩৩
বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় অন্তত ৭ জনের মৃত্যু

বিধিনিষেধ শিথিলের পর চীনে নতুন করে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহে করোনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে দেশটিতে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে পাঁচজনের। এর আগের দিন মারা যান আরও দুজন। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা মহামারিতে এ পর্যন্ত ৫ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার উপসর্গসহ ২ হাজার ৭২২ জন রোগী শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা। তবে সম্প্রতি দেশটিতে ‘জিরো কোভিড-নীতি’ শিথিল করার পর গণহারে করোনা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক শনাক্তের সংখ্যা কম পাওয়া যাচ্ছে। 

এদিকে এই শীতকালে চীনে অন্তত তিনটি করোনার ঢেউ আসবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তিনটি ঢেউয়ের প্রথমটি এখন চলছে। 

সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান ঢেউটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। দ্বিতীয় ঢেউটি জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়ে চীনা নববর্ষ উদ্‌যাপন শুরু হবে এবং লাখ লাখ মানুষ ছুটি কাটাতে পরিবার নিয়ে ভ্রমণে বের হবে। 

সংক্রমণের তৃতীয় ঢেউ সম্পর্কে উ জুনিয়উ বলেছেন, এটি ফেব্রুয়ারির শেষে থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত স্থায়ী হবে। কারণ বেশির ভাগ মানুষ তখন ছুটির পর কাজে যোগ দেবে। 

সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের মুখে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ তুলে নেয় চীনা কর্তৃপক্ষ। এর পর থেকে নতুন করে করোনার সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করেছে দেশটিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত