এই মুহূর্তে চীনের সবচেয়ে আলোচিত পুলিশের নাম ‘ফুজাই’। ছোট্ট চার পায়ে ভর করে লেজ নাড়াতে নাড়াতে এটির হেঁটে চলা কিংবা মুখে লেগে থাকা চওড়া হাসি নজর কাড়ে অনেকের। করগি জাতের কুকুরছানাটি পুলিশের দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডংয়ের ওয়েইফাং শহরে রিজার্ভ পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে ফুজাইকে।
কুকুরটির নামও বেশ অর্থপূর্ণ। ফুজাই অর্থ ‘ভাগ্যবান বালক’। কুকুরটিকে আসলেই ভাগ্যবান বলে মনে করেন চীনের অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। কারণ, দেশটিতে সরকারি চাকরি সহজলভ্য না হলেও বিশেষ জাতের এই কুকুর সেই সুযোগ পেয়েছে। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক ব্যবহারকারী খানিকটা হেঁয়ালি করে লিখেছেন, ‘দেখো শানডং! এমনকি করগি ছানাও (সিভিল সার্ভেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে!’
মূলত চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে দেশজুড়ে পরিচিতি পেয়েছে ফুজাই। কুকুরটির নামে ডয়িনে (টিকটকের চীনা সংস্করণ) একটি অফিশিয়াল অ্যাকাউন্ট খুলেছে ওয়েইফাং পুলিশ। এতে ফুজাই ছাড়াও অন্য কুকুরদের প্রশিক্ষণের ভিডিও শেয়ার করা হয়।
ফুজাইয়ের বিষয়ে ওয়েইফাং পুলিশের প্রশিক্ষিত কুকুরগুলোকে পরিচালনার দায়িত্বে থাকা ওয়াং ইয়ানান জানান, ‘ফুজাইয়ের পরিবেশগত অভিযোজন ক্ষমতা, অসংবেদনশীলতা, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার ইচ্ছা ও খাবারের প্রতি অনুরাগ এটিকে প্রশিক্ষণ দিতে বিশেষভাবে সহায়তা করেছে।’
মাত্র দুই মাস বয়স থেকেই ফুজাইয়ের প্রশিক্ষণ শুরু হয়। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে কুকুরটিকে পুলিশের বিশেষ বেল্ট পরানো হয়। বর্তমানে ৬ মাস বয়সী এই কুকুর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। একটি ভিডিওতে ফুজাইকে গাড়ির নিচে পটকা খুঁজে বের করার অনুশীলন করতে দেখা গেছে।
এই মুহূর্তে চীনের সবচেয়ে আলোচিত পুলিশের নাম ‘ফুজাই’। ছোট্ট চার পায়ে ভর করে লেজ নাড়াতে নাড়াতে এটির হেঁটে চলা কিংবা মুখে লেগে থাকা চওড়া হাসি নজর কাড়ে অনেকের। করগি জাতের কুকুরছানাটি পুলিশের দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডংয়ের ওয়েইফাং শহরে রিজার্ভ পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে ফুজাইকে।
কুকুরটির নামও বেশ অর্থপূর্ণ। ফুজাই অর্থ ‘ভাগ্যবান বালক’। কুকুরটিকে আসলেই ভাগ্যবান বলে মনে করেন চীনের অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। কারণ, দেশটিতে সরকারি চাকরি সহজলভ্য না হলেও বিশেষ জাতের এই কুকুর সেই সুযোগ পেয়েছে। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক ব্যবহারকারী খানিকটা হেঁয়ালি করে লিখেছেন, ‘দেখো শানডং! এমনকি করগি ছানাও (সিভিল সার্ভেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে!’
মূলত চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে দেশজুড়ে পরিচিতি পেয়েছে ফুজাই। কুকুরটির নামে ডয়িনে (টিকটকের চীনা সংস্করণ) একটি অফিশিয়াল অ্যাকাউন্ট খুলেছে ওয়েইফাং পুলিশ। এতে ফুজাই ছাড়াও অন্য কুকুরদের প্রশিক্ষণের ভিডিও শেয়ার করা হয়।
ফুজাইয়ের বিষয়ে ওয়েইফাং পুলিশের প্রশিক্ষিত কুকুরগুলোকে পরিচালনার দায়িত্বে থাকা ওয়াং ইয়ানান জানান, ‘ফুজাইয়ের পরিবেশগত অভিযোজন ক্ষমতা, অসংবেদনশীলতা, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার ইচ্ছা ও খাবারের প্রতি অনুরাগ এটিকে প্রশিক্ষণ দিতে বিশেষভাবে সহায়তা করেছে।’
মাত্র দুই মাস বয়স থেকেই ফুজাইয়ের প্রশিক্ষণ শুরু হয়। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে কুকুরটিকে পুলিশের বিশেষ বেল্ট পরানো হয়। বর্তমানে ৬ মাস বয়সী এই কুকুর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। একটি ভিডিওতে ফুজাইকে গাড়ির নিচে পটকা খুঁজে বের করার অনুশীলন করতে দেখা গেছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৬ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৬ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৯ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৯ ঘণ্টা আগে