Ajker Patrika

চীনে নিখোঁজ ধনকুবেরের ১৩ বছর সাজা

চীনে নিখোঁজ ধনকুবেরের ১৩ বছর সাজা

আর্থিক অনিয়মের অভিযোগে এক চীনা ধনকুবেরকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। জিয়াও জিয়ানহুয়া নামের ওই ব্যবসায়ী চীন ও কানাডার দ্বৈত নাগরিক। জিয়ানহুয়ার মালিকানাধীন টুমরো হোল্ডিংসকে বিশাল অঙ্কের জরিমানা করেছে। সাংহাইয়ের একটি আদালত এই দণ্ডাদেশ দিয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সাংহাইয়ের আদালত জিয়ানহুয়া এবং তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়া এক রায়ে জানিয়েছে, অবৈধভাবে জনসাধারণের আমানত শোষণ, তহবিলের অবৈধ ব্যবহার এবং ঘুষ দেওয়ার জন্য জিয়াও ও তাঁর ব্যবসায় প্রতিষ্ঠান টুমরো হোল্ডিংস কোম্পানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত আরও জানান, জিয়াও ও টুমরো দেশের আর্থিক ব্যবস্থাপনা আইনের গুরুতর লঙ্ঘন করেছেন যা রাষ্ট্রের আর্থিক নিরাপত্তাকে ব্যাহত করেছে। 

আদালত তাঁর রায়ে আরও জানিয়েছেন, ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, জিয়াও এবং টুমরো হোল্ডিংস আর্থিক হিসেবের নজরদারি এড়াতে এবং অবৈধ স্বার্থ খোঁজার জন্য সরকারি কর্মকর্তাদের মোট ৬৮০ মিলিয়ন ইউয়ান শেয়ার, ভূসম্পত্তি, নগদ অর্থ এবং অন্যান্য সম্পদ ঘুষ হিসেবে দিয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের রায়ে জিয়াওয়ের প্রতিষ্ঠান টুমরো হোল্ডিংসকে রেকর্ড পরিমাণ ৫ হাজার ৫০৩ কোটি ইউয়ান (বাংলাদেশ টাকায় প্রায় ৭৭ হাজার কোটি টাকা) জরিমানা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে জিয়াওকেও ৬৫ লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে। 

চীনে জন্মগ্রহণকারী জিয়াওয়ের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির অভিজাতদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তবে, জিয়াও পাঁচ বছর আগে ২০১৭ সালে হংকংয়ের একটি হোটেল থেকে নিখোঁজ হওয়ার পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত