এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে চীন। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার নিজ দেশের নাগরিককে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত করল চীন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
চীনের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৩৯ বছর বয়সী হাও নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্ত চলছে।
হাওয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাপানে পড়াশোনার সময় টেড নামে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। টেড পরে হাওকে টোকিওতে থাকা সিআইয়ের গুপ্তচর লাই জং হুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে হাও গুপ্তচরবৃত্তির এক চুক্তিতে স্বাক্ষর করেন।
শুধু তা-ই নয়, চীনে সরকারি চাকরিতে যোগদানের আগে হাও যুক্তরাষ্ট্র থেকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নেন বলেও চীনের অভিযোগ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সরকারি চাকরির সময় হাও দেশের অভ্যন্তরে সিআইয়ের কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এভাবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও গুপ্তচরবৃত্তির জন্য তহবিল সংগ্রহ চলত।
এ মাসের শুরুর দিকে টাকার বিনিময়ে সিআইএকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ৫২ বছর বয়সী আরেক নাগরিককে আটক করে বেইজিং।
গত মাসেই চীন গুপ্তচরবৃত্তি বিরোধী আইন সংশোধন করেছে। নতুন আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলেই যে কাউকে শাস্তি দেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। নাগরিকদের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে চীন। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার নিজ দেশের নাগরিককে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত করল চীন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
চীনের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৩৯ বছর বয়সী হাও নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্ত চলছে।
হাওয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাপানে পড়াশোনার সময় টেড নামে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। টেড পরে হাওকে টোকিওতে থাকা সিআইয়ের গুপ্তচর লাই জং হুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে হাও গুপ্তচরবৃত্তির এক চুক্তিতে স্বাক্ষর করেন।
শুধু তা-ই নয়, চীনে সরকারি চাকরিতে যোগদানের আগে হাও যুক্তরাষ্ট্র থেকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নেন বলেও চীনের অভিযোগ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সরকারি চাকরির সময় হাও দেশের অভ্যন্তরে সিআইয়ের কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এভাবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও গুপ্তচরবৃত্তির জন্য তহবিল সংগ্রহ চলত।
এ মাসের শুরুর দিকে টাকার বিনিময়ে সিআইএকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ৫২ বছর বয়সী আরেক নাগরিককে আটক করে বেইজিং।
গত মাসেই চীন গুপ্তচরবৃত্তি বিরোধী আইন সংশোধন করেছে। নতুন আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলেই যে কাউকে শাস্তি দেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। নাগরিকদের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
১ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
২ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৩ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগে