অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার বিদেশি ঋণ পরিশোধ সহজ করতে ঋণদাতা দেশগুলোকে এক মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে জাপান।
দক্ষিণ এশিয়ার দেশটির ঋণ পুনর্গঠনের জন্য আগামী বৃহস্পতিবার নতুন প্ল্যাটফর্ম গড়ার ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি। বিশ্বের শীর্ষ ধনী সাতটি দেশের জোটভুক্ত (জি-৭) দেশগুলোর অর্থমন্ত্রীদের মধ্যে বৈঠক শেষে গত বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে ঠিক কী কৌশলে এই মঞ্চ কাজ করবে তা জানা যায়নি।
এবারের জি-৭ জোটের সভাপ্রধান হিসেবে জাপান শ্রীলঙ্কার মতো মধ্যম আয়ের দেশগুলোর ঋণ পরিশোধ সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলার বিষয়টি আলোচনায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। এর সঙ্গে ফ্রান্স ও জি-২০ দেশের নেতা ভারতও যোগ দিয়েছে।
জাপানের অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কার বৈদেশিক ঋণগুলো সমন্বয়ের জন্য এই (প্ল্যাটফর্ম) মঞ্চের আওতায় ঋণদাতা রাষ্ট্রগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমরা সবাই মিলে একটি কৌশল ঠিক করব। আশা করি অনেক দেশ আমাদের সঙ্গে যোগ দেবে।’
‘আমরা খুবই খুশি হব, যদি চীন এই প্ল্যাটফর্মে যোগ দেয়।’
২০২২ সালের গোড়ার দিকে তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৫০ শতাংশে। টান পড়েছিল সরকারি কোষাগারেও। শ্রীলঙ্কার তখন বৈদেশিক ঋণ ছিল ৫ হাজার ১০০ কোটি ডলার। কিন্তু দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২৩০ কোটি ডলারের মতো। এর মধ্যে ব্যবহারযোগ্য ছিল মাত্র ৮০ কোটি ডলার।
ডলারের তীব্র সংকটে দেশটিতে বন্ধ হয়ে গিয়েছিল জ্বালানি, ওষুধসহ বিভিন্ন পণ্যের আমদানি। এতে আকাশচুম্বী হয়ে পড়ে নিত্যপণ্যের দাম। একপর্যায়ে সহিংসতায় জড়িয়ে পড়ে দেশটির জনগণ এবং পতন হয় রাজাপক্ষে সরকারের।
সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটিয়ে তুলতে দেশটিকে সাহায্য করতে এগিয়ে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত মার্চ মাসে আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলার ঋণ সহায়তা পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশও রিজার্ভ থেকে দেশটিকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছে। এর মধ্যে ২০২১ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫ কোটি ডলার ও ৩০ আগস্ট দ্বিতীয় কিস্তিতে ঋণের বাকি অর্থ ছাড়া করে। ওই ঋণ সময় পেরিয়ে গেলেও এখনো শোধ করতে পারেনি।
আরও পড়ুন:
অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার বিদেশি ঋণ পরিশোধ সহজ করতে ঋণদাতা দেশগুলোকে এক মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে জাপান।
দক্ষিণ এশিয়ার দেশটির ঋণ পুনর্গঠনের জন্য আগামী বৃহস্পতিবার নতুন প্ল্যাটফর্ম গড়ার ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি। বিশ্বের শীর্ষ ধনী সাতটি দেশের জোটভুক্ত (জি-৭) দেশগুলোর অর্থমন্ত্রীদের মধ্যে বৈঠক শেষে গত বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে ঠিক কী কৌশলে এই মঞ্চ কাজ করবে তা জানা যায়নি।
এবারের জি-৭ জোটের সভাপ্রধান হিসেবে জাপান শ্রীলঙ্কার মতো মধ্যম আয়ের দেশগুলোর ঋণ পরিশোধ সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলার বিষয়টি আলোচনায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। এর সঙ্গে ফ্রান্স ও জি-২০ দেশের নেতা ভারতও যোগ দিয়েছে।
জাপানের অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কার বৈদেশিক ঋণগুলো সমন্বয়ের জন্য এই (প্ল্যাটফর্ম) মঞ্চের আওতায় ঋণদাতা রাষ্ট্রগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমরা সবাই মিলে একটি কৌশল ঠিক করব। আশা করি অনেক দেশ আমাদের সঙ্গে যোগ দেবে।’
‘আমরা খুবই খুশি হব, যদি চীন এই প্ল্যাটফর্মে যোগ দেয়।’
২০২২ সালের গোড়ার দিকে তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৫০ শতাংশে। টান পড়েছিল সরকারি কোষাগারেও। শ্রীলঙ্কার তখন বৈদেশিক ঋণ ছিল ৫ হাজার ১০০ কোটি ডলার। কিন্তু দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২৩০ কোটি ডলারের মতো। এর মধ্যে ব্যবহারযোগ্য ছিল মাত্র ৮০ কোটি ডলার।
ডলারের তীব্র সংকটে দেশটিতে বন্ধ হয়ে গিয়েছিল জ্বালানি, ওষুধসহ বিভিন্ন পণ্যের আমদানি। এতে আকাশচুম্বী হয়ে পড়ে নিত্যপণ্যের দাম। একপর্যায়ে সহিংসতায় জড়িয়ে পড়ে দেশটির জনগণ এবং পতন হয় রাজাপক্ষে সরকারের।
সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটিয়ে তুলতে দেশটিকে সাহায্য করতে এগিয়ে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত মার্চ মাসে আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলার ঋণ সহায়তা পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশও রিজার্ভ থেকে দেশটিকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছে। এর মধ্যে ২০২১ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫ কোটি ডলার ও ৩০ আগস্ট দ্বিতীয় কিস্তিতে ঋণের বাকি অর্থ ছাড়া করে। ওই ঋণ সময় পেরিয়ে গেলেও এখনো শোধ করতে পারেনি।
আরও পড়ুন:
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে