Ajker Patrika

গাজায় অনাহারে ১০১ মৃত্যু, ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইইউ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৪: ৫৪
ফাইল ছবি
ফাইল ছবি

গাজায় অবাধ ত্রাণ সরবরাহের প্রস্তুতি বাস্তবায়ন না করলে, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উপত্যকাটিতে চলমান দুর্ভিক্ষে প্রাণহানি শতাধিক ছাড়ানোর পর এ ইস্যুতে এমন কঠোর অবস্থান নিল ইউরোপীয় ইউনিয়ন। কাল্লাস জানান, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আরের সঙ্গে কথা বলেছেন। গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে বেসামরিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড অমার্জনীয়। ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষ হত্যা বন্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।’

গত সপ্তাহে ইইউ ও ইসরায়েলের বৈঠকে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে কয়েকটি প্রতিশ্রুতি দেয় তেলআবিব। এর মধ্যে অন্যতম ছিল ত্রাণের ট্রাকের সংখ্যা ও বিতরণ পথ বাড়ানো। তবে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বলছে, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো পদক্ষেপ তারা দেখছে না।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি ও মানবিক করিডর তৈরির বিষয়ে আলোচনার জন্য ইউরোপে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরে তিনি সফর করতে পারেন মধ্যপ্রাচ্যেও।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে এক যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। প্রস্তাবিত ৬০ দিনের বিরতিতে হামাস গাজায় আটক ইসরায়েলিদের মুক্তি দেবে, ইসরায়েল মুক্তি দেবে ফিলিস্তিনি বন্দীদের এবং গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে। এই সময়ের মধ্যেই স্থায়ী যুদ্ধ সমাপ্তির বিষয়ে আলোচনা হওয়ার কথা।

তবে যুদ্ধবিরতির বিভিন্ন দিক নিয়ে এখনো মতবিরোধ স্পষ্ট, বিশেষ করে যুদ্ধবিরতির পর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানো আদৌ সম্ভব কিনা—তা নিয়ে সন্দিহান অনেকেই।

এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করেছে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের মানুষ মনে করে না। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে ইসরায়েলের আগ্রাসন পুরো অঞ্চলকেই বিপদের মুখে ফেলেছে। যদি ইসরায়েল আলোচনায় ইচ্ছুক না হয় এবং আন্তর্জাতিক চাপ না বাড়ে, তাহলে এ আলোচনার কাঠামোতে কোনো অগ্রগতি সম্ভব নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত