Ajker Patrika

সৌদি আরবে ড্রোন হামলার দাবি হুথিদের

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৩: ১৯
সৌদি আরবে ড্রোন হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে। হুথিরা বলছে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর স্থাপনাসহ জেদ্দা, রিয়াদ, আবহা, জিজান এবং নাজরান শহরে ১৪টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। 

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে এই হামলার দাবি করে বলেন, ‘আমরা জেদ্দায় আরামকোর শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছি।’ 

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সারিয়ার বিবৃতিতে অসামঞ্জস্যতা রয়েছে। তাঁর বিবৃতিতে জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম এবং কিং খালিদ ঘাঁটির ভুল অবস্থান দেখানো হয়েছে। 

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হামলার জন্য ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া অন্য একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। তা ছাড়া হুথিরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যেই পড়েছে। 

এ ছাড়া তারা আরও বলেছে, গতকাল শনিবার ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় ১৩টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এই অভিযানে ইয়েমেনের সানা, সাদা এবং মারিব প্রদেশের অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় আঘাত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত