Ajker Patrika

ত্রাণ নিয়ে টোঙ্গায় পৌঁছাল প্রথম বিদেশি বিমান

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ০১
Thumbnail image

অগ্ন্যুৎপাত ও সুনামিতে ক্ষতিগ্রস্ত টোঙ্গায় প্রথম বিদেশি সহায়তা বিমান পৌঁছেছে। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় নিউজিল্যান্ড থেকে পাঠানো সি-১৩০ হারকিউলিস বিমানটি টোঙ্গার প্রধান বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে পানির পাত্র, অস্থায়ী আশ্রয়ের কিট, বিদ্যুৎ উৎপাদনের জেনারেটর, স্বাস্থ্যবিধি ও পারিবারিক কিট এবং যোগাযোগের সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জানুয়ারি শনিবার প্রশান্ত মহাসাগরের হাঙ্গা টঙ্গা-হাঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়। বিশাল অগ্ন্যুৎপাতের পর সুনামির বিরাট ঢেউ এসে আঘাত হানে দ্বীপরাষ্ট্র টোঙ্গায়। আট মিনিট ধরে এই অগ্ন্যুৎপাত থেকে উৎক্ষিপ্ত গ্যাস, ধোঁয়া ও ছাই আকাশের ২০ কিলোমিটার ওপরে পর্যন্ত পৌঁছে যায়। একটি চার্চ ও কয়েকটি বাড়ির ভেতরে পানির স্রোত বয়ে যায়। সুনামির পানির সঙ্গে অগ্ন্যুৎপাতের ছাই দেশটির স্থলভাগে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে তিনজন মারা গেছে। ছাই ও সমুদ্রের দূষিত পানি মিলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। 

এমন পরিস্থিতিতে সহায়তা পাঠিয়েছে নিউজিল্যান্ড। তবে রাজধানী নুকুআলোফা বিমানবন্দরের রানওয়েতে ছাইয়ের একটি পুরু স্তর ঢেকে থাকায় বিমান অবতরণ বাধাগ্রস্ত হয়। পরে বিমানবন্দরের কর্মীরা রানওয়ে থেকে ছাই পরিষ্কার করে বিমানটি অবতরণের ব্যবস্থা করেন। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে পাঠানো আরও কিছু বিমান ও জাহাজ পথে রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

এর আগে অস্ট্রেলিয়া থেকে আসা দুটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার প্লেনের মধ্যে প্রথমটিতে রানওয়ে পরিষ্কার রাখতে সাহায্য করার জন্য একটি ‘সুইপিং’ ডিভাইস ছিল। এদিকে কয়েক দিন ধরে উদ্ধারকারী দল এবং শত শত স্বেচ্ছাসেবক ঠেলাগাড়ি ও বেলচা ব্যবহার করে ছাই পরিষ্কার করার জন্য মরিয়া হয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডের যৌথ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিম গিলমোর একে ‘বিরাট প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। 

বর্তমানে টোঙ্গার যোগাযোগ বিকল হয়ে আছে। মাত্র পাঁচ দিন বাকি বিশ্ব থেকে টোঙ্গা বিচ্ছিন্ন থাকার পরে বিশ্বব্যাপী যোগাযোগ পুনঃস্থাপন শুরু করেছে। টেলিযোগাযোগব্যবস্থা মেরামত ও যোগাযোগ বৃদ্ধির জন্য যন্ত্রপাতির পাশাপাশি পানীয় জল, ওষুধ এবং স্বাস্থ্যবিধিসংক্রান্ত বিষয়গুলোকে ত্রাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত