Ajker Patrika

দ্বিতীয় সপ্তাহে গাজা সংঘাত, নিহত বেড়ে ১৯২

আপডেট : ১৭ মে ২০২১, ১২: ২২
দ্বিতীয় সপ্তাহে গাজা সংঘাত, নিহত বেড়ে ১৯২

ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।

এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।

ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।

ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত