ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।
ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।
প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১৫ মিনিট আগেবিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগে