ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।
ভিয়েতনাম সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে ব্যঙ্গ করে অনলাইনে কনটেন্ট প্রচার করায় এক নুডলস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডানাং শহরে বিফ নুডলসের একটি দোকান পরিচালনা করেন ৩৮ বছর বয়সী বুই তুয়ান লাম। তাঁর বিরুদ্ধে অনলাইনে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কোন ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুই তুয়ান লাম ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিমালার ব্যত্যয় ঘটিয়েছেন।
এর আগে গত বছর তুরস্কের বিখ্যাত শেফ ‘সল্ট বে’ নামে পরিচিত নুসরেত গোকচেকে অনুকরণ করে ভিডিও বানানোর কারণে বুই তুয়ান লামকে তলব করে পুলিশ। লন্ডনে সল্ট বে’র রেস্টুরেন্টে ভিয়েতনামের এক মন্ত্রীর স্টিক খাওয়ার ভিডিও সামনে আসার পরই বুই তুয়ান লামকে তলব করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বুই তুয়ান লাম একটি সামাজিক সংগঠনের সদস্য। যা ‘রাষ্ট্রবিরোধী’ গ্রুপ হিসেবে পরিচিত। নেতাদের সম্মান এবং খ্যাতিকে অপমান করে এমন কনটেন্ট প্রচার না করার বিষয়ে কর্তৃপক্ষ বারবার তাঁকে সতর্ক করেছিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বৃহস্পতিবার বলেছে, পুলিশের উচিত দ্রুত বুই তুয়ান লামকে মুক্তি দেওয়া। মত প্রকাশের জন্য মানুষকে গ্রেপ্তার বন্ধ করা উচিত।
হিউম্যান রাইট ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘কোনো মন্তব্য অপছন্দ হলেই সেটিকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যঙ্গ করা হচ্ছে অভিব্যক্তি প্রকাশের একটি বৈধ রুপ। এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ভিয়েতনামের গণমাধ্যমগুলোকে সরকার নিয়ন্ত্রণ করায় মানুষজন অনলাইন ব্লগে ঝুঁকছেন। সরকার এখন অনলাইনেও নজরদারি শুরু করেছে। এসব নিয়ে ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৪ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৫ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৭ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৭ ঘণ্টা আগে