মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এই প্রথম মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ বিদেশি বন্দরে সক্রিয় থাকছে। চীনের আঞ্চলিক প্রভাব ঠেকাতে দুই ঘনিষ্ঠ মিত্র সামরিক সম্পর্ক বৃদ্ধি করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ অনুষ্ঠানের পর সিডনি বন্দরের একটি নৌঘাঁটিতে যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্লেস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অস্ট্রেলীয়ার নাগরিকদের গর্বের খবর। জাহাজটি পশ্চিম অস্ট্রেলিয়ার ডিজাইনে তৈরি এবং এইচএমএএস ক্যানবেরার নামে নামকরণ করা হয়েছে। দেশের বাইরে যুদ্ধজাহাজ মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসেও প্রথম।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার জলসীমায় মার্কিন জাহাজ মোতায়েন দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন।
চীন ক্রমবর্ধমানভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের শক্তি জোরদার করছে। এর মধ্যই যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া দ্বিবার্ষিক তালিসম্যান সাবের সামরিক মহড়া শেষে যুদ্ধজাহাজ মোতায়েন করল।
দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়াজুড়ে বিভিন্ন স্থানে চলমান এসব মহড়ার মধ্যে রয়েছে মক ল্যান্ড এবং এয়ার কমব্যাট, পাশাপাশি জলে ও স্থলে যুদ্ধযান অবতরণ।
অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কানাডা, ফিজি, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, কোরিয়া প্রজাতন্ত্র, টোঙ্গা এবং ব্রিটেনের বাহিনীও মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ায় জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জেজিএসডিএফ) শনিবার সিডনি থেকে প্রায় ১৯৫ কিলোমিটার (১২১ মাইল) দক্ষিণে জার্ভিস বে-তে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি সারফেস-টু-শিপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ বলেছে, জেজিএসডিএফ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে নিজেদের সক্ষমতা পরীক্ষা করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এই প্রথম মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ বিদেশি বন্দরে সক্রিয় থাকছে। চীনের আঞ্চলিক প্রভাব ঠেকাতে দুই ঘনিষ্ঠ মিত্র সামরিক সম্পর্ক বৃদ্ধি করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ অনুষ্ঠানের পর সিডনি বন্দরের একটি নৌঘাঁটিতে যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্লেস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অস্ট্রেলীয়ার নাগরিকদের গর্বের খবর। জাহাজটি পশ্চিম অস্ট্রেলিয়ার ডিজাইনে তৈরি এবং এইচএমএএস ক্যানবেরার নামে নামকরণ করা হয়েছে। দেশের বাইরে যুদ্ধজাহাজ মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসেও প্রথম।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার জলসীমায় মার্কিন জাহাজ মোতায়েন দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন।
চীন ক্রমবর্ধমানভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের শক্তি জোরদার করছে। এর মধ্যই যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া দ্বিবার্ষিক তালিসম্যান সাবের সামরিক মহড়া শেষে যুদ্ধজাহাজ মোতায়েন করল।
দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়াজুড়ে বিভিন্ন স্থানে চলমান এসব মহড়ার মধ্যে রয়েছে মক ল্যান্ড এবং এয়ার কমব্যাট, পাশাপাশি জলে ও স্থলে যুদ্ধযান অবতরণ।
অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কানাডা, ফিজি, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, কোরিয়া প্রজাতন্ত্র, টোঙ্গা এবং ব্রিটেনের বাহিনীও মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ায় জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জেজিএসডিএফ) শনিবার সিডনি থেকে প্রায় ১৯৫ কিলোমিটার (১২১ মাইল) দক্ষিণে জার্ভিস বে-তে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি সারফেস-টু-শিপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ বলেছে, জেজিএসডিএফ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে নিজেদের সক্ষমতা পরীক্ষা করেছে।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৭ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে