Ajker Patrika

ইয়েমেনে বিমানবন্দরের পাশে বিস্ফোরণে নিহত ১২

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১: ০১
ইয়েমেনে বিমানবন্দরের পাশে বিস্ফোরণে নিহত ১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে স্থানীয় সময় শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এটি কোনো হামলার ঘটনা কি না, নিশ্চিত হওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, ‘বিমানবন্দরের বাইরের গেটে শনিবার একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন করছিল। বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। বিস্ফোরণের শব্দ পুরো শহরে শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে যায়।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়। হুতিরা রাজধানী সানা দখলে নেয়। হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরের বছর, অর্থাৎ ২০১৫ সালের শুরুর দিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত