সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।
তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’
তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।
আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।
আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।
দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।
সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।
তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’
তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।
আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।
আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।
দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।
নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
২৩ মিনিট আগে১৯৬৩ সালে মাত্র ১৮ বছর বয়সে চোই মাল-জা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে সে সময় ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তাঁর হামলাকারীকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন চোই।
২৭ মিনিট আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩ ঘণ্টা আগে