Ajker Patrika

সুদান ও দক্ষিণ সুদানের সংঘাতপূর্ণ এলাকায় সংঘর্ষে ৫২ জন নিহত

সুদান ও দক্ষিণ সুদানের সংঘাতপূর্ণ এলাকায় সংঘর্ষে ৫২ জন নিহত

সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।

আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।

তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’

তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।

আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।

ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।

আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।

দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত