রূপান্তরিত রোগ প্রতিরোধ কোষের মাধ্যমে এক দশকের প্রচেষ্টায় লিউকেমিয়া থেকে সেরে উঠেছেন দুই রোগী। সুস্থ হওয়ার পর এখনো তাঁদের মধ্যে লিউকেমিয়া ফিরে আসেনি। সম্প্রতি এক গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজের নোভারটিস ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল রিসার্চের গবেষকেরা।
গবেষণায় বলা হয়েছে, কাইমেরাক অ্যান্টিজেন রিসেপটর টি-সেল (সিএআর-টি) থেরাপি দীর্ঘস্থায়ী লিম্ফোসাইটিক লিউকেমিয়ার জন্য একটি নিরাময়মূলক পদ্ধতি হতে পারে। চলতি সপ্তাহে গবেষণার বিষয়টি নিয়ে গবেষকেরা জানান।
সিএআর-টি থেরাপি হলো একটি ইমিউনোথেরাপি চিকিৎসা, যা ক্যানসারকে ধ্বংস করতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতাকে কাজে লাগায়। এই থেরাপিতে একজন রোগীর রোগ প্রতিরোধ কোষগুলোকএকটি ল্যাবে পাঠানো হয়, যেখানে একটি ভাইরাস ব্যবহার করে সেগুলো জেনেটিক্যালি পরিবর্তন করা হয়। এতে কোষগুলো ক্যানসারের উৎস চিনতে এবং ধ্বংস করতে সক্ষম হয়।
এ নিয়ে সংবাদ সম্মেলনে গবেষণা দলের সদস্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ইমিউনোলজিস্ট ড. কার্ল জুন বলেন, নতুন এই গবেষণায় আমরা ১০ বছর ধরে প্রথম কোনো রোগীর সিএআর-টি দিয়ে চিকিৎসা দিয়েছি। এটি রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা থেকে তৈরি প্রথম কোষীয় থেরাপি। গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে আমরা এখন বলতে পারি যে সিএআর-টি কোষ আসলে লিউকেমিয়া রোগীদের নিরাময় করতে পারে।
গবেষক সম্পর্কিত আরও পড়ুন:
রূপান্তরিত রোগ প্রতিরোধ কোষের মাধ্যমে এক দশকের প্রচেষ্টায় লিউকেমিয়া থেকে সেরে উঠেছেন দুই রোগী। সুস্থ হওয়ার পর এখনো তাঁদের মধ্যে লিউকেমিয়া ফিরে আসেনি। সম্প্রতি এক গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজের নোভারটিস ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল রিসার্চের গবেষকেরা।
গবেষণায় বলা হয়েছে, কাইমেরাক অ্যান্টিজেন রিসেপটর টি-সেল (সিএআর-টি) থেরাপি দীর্ঘস্থায়ী লিম্ফোসাইটিক লিউকেমিয়ার জন্য একটি নিরাময়মূলক পদ্ধতি হতে পারে। চলতি সপ্তাহে গবেষণার বিষয়টি নিয়ে গবেষকেরা জানান।
সিএআর-টি থেরাপি হলো একটি ইমিউনোথেরাপি চিকিৎসা, যা ক্যানসারকে ধ্বংস করতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতাকে কাজে লাগায়। এই থেরাপিতে একজন রোগীর রোগ প্রতিরোধ কোষগুলোকএকটি ল্যাবে পাঠানো হয়, যেখানে একটি ভাইরাস ব্যবহার করে সেগুলো জেনেটিক্যালি পরিবর্তন করা হয়। এতে কোষগুলো ক্যানসারের উৎস চিনতে এবং ধ্বংস করতে সক্ষম হয়।
এ নিয়ে সংবাদ সম্মেলনে গবেষণা দলের সদস্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ইমিউনোলজিস্ট ড. কার্ল জুন বলেন, নতুন এই গবেষণায় আমরা ১০ বছর ধরে প্রথম কোনো রোগীর সিএআর-টি দিয়ে চিকিৎসা দিয়েছি। এটি রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা থেকে তৈরি প্রথম কোষীয় থেরাপি। গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে আমরা এখন বলতে পারি যে সিএআর-টি কোষ আসলে লিউকেমিয়া রোগীদের নিরাময় করতে পারে।
গবেষক সম্পর্কিত আরও পড়ুন:
দেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনার নতুন উপধরনের সংক্রমণের মধ্যে দুটি রোগের চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ‘ডেঙ্গু ও কোভিড চিকিৎসায় নির্দেশনাবলি’ আজ রোববার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৪ জুলাই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চিকিৎসকদের একটি অংশকে কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল...
১ দিন আগেবিভিন্ন কারণে মানুষের জেগে থাকা সময়ের বিরাট অংশ কেটে যায় বিভিন্ন পর্দার দিকে অপলক চেয়ে। অফিসের কাজ হোক কিংবা বাসায় বিনোদন—চোখের আরাম পাওয়ার সুযোগ এখন খুবই কম। এভাবে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে দেখা দেয় একধরনের অস্বস্তিকর অবস্থা, যাকে বলা হয় কম্পিউটার আই স্ট্রেইন বা ডিজিটাল আই স্ট্রেইন।
২ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।
২ দিন আগে