Ajker Patrika

শিশু হাসপাতালের সেই ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৮: ৫৪
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিজ্ঞপ্তি ছাড়া অ্যাডহক ভিত্তিতে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এ নিয়ে বিতর্ক দেখা দিলে গতকাল শনিবার নিয়োগ বাতিল করে কর্তৃপক্ষ। বিষয়টি আজ রোববার (২০ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন পরিচালক অধ্যাপক মাহবুবুল আলম।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিয়োগ বাতিলের পাশাপাশি নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সমসংখ্যক চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহবুবুল আলম বলেন, নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তাই পরিচালনা বোর্ডের সভায় আলোচনা শেষে সর্বসম্মতভাবে এ নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এখন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়ে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৪ জুলাই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চিকিৎসকদের একটি অংশকে কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে তদন্ত কমিটি নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্টের সত্যতা পায় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এতে পর্ষদের শীর্ষ পদের ব্যক্তিরা ও হাসপাতালের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া যায়। নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন, মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশ ও প্রজ্ঞাপন ছাড়া এ নিয়োগ বাতিল করে নতুন নিয়োগের আহ্বান জানিয়ে আসছিলেন চিকিৎসকেরা।

এদিকে ১৪ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বাংলাদেশ শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া নিয়োগের বিষয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে কী কারণে এমন নিয়োগ দেওয়া হলো, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তিনি আরও যোগ করেন, ‘তদন্ত শেষে আইনিভাবে যা যা দরকার, তা করা হবে। আমরা কোনো বেআইনি কাজ করব না এবং বেআইনি কাজকে প্রশ্রয় দেব না।’

উপদেষ্টার ওই বক্তব্যের এক সপ্তাহ পর নিয়োগ বাতিল করে নতুন নিয়োগের কথা জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত